ভাইরাল হওয়ার উন্মাদনা, ‘কাঁচা বাদাম’এর অনুকরণে গান বাঁধলেন ঝালমুড়ি বিক্রেতা! ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: সোশ‍্যাল মিডিয়ায় কখন যে কে ভাইরাল (viral) হয়ে যাবে তা আগে থেকে জানতে পারেন না কেউই। রানাঘাটের রেল স্টেশনে বসে গান গাইতেন ‘লতাকণ্ঠী’ রানু মণ্ডল। একটি মাত্র ভাইরাল ভিডিওর জেরে মুম্বই পৌঁছে গিয়েছিলেন তিনি। পরবর্তীকালে ‘বচপন কা পেয়ার’, ‘মানিকে মাগে হিতে’র মতো কত গানই না এসেছে! আবার এক সময় অন‍্য ভাইরাল গানের চাপে হারিয়েও গিয়েছে।

এই যেমন দুনিয়া কাঁপানো সিংহলী গান ‘মানিকে মাগে হিতে’কে হটিয়ে তার জায়গা নিয়েছিল দুবরাজপুরের ভুবন বাদ‍্যকরের (bhuban badyakar) গাওয়া ‘কাঁচা বাদাম’ (kacha badam) গান। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’, কয়েক লাইন গান গেয়েই সোশ‍্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে গিয়েছিলেন ভুবন বাদ‍্যকর। তবে তাঁর আসল নাম ভুলে নেটমাধ‍্যমে ‘বাদাম কাকু’ বলেই বেশি পরিচিতি পেয়েছেন তিনি। তাঁর ভাইরাল গানের সুরে মজে আপামর নেটবাসী।

Kacha Badam Viral Song Bhuvan is the creator of the 1200x685 1
পেশায় বাদাম বিক্রেতা ছিলেন ভুবন। নিজের সুবিধার জন‍্যই বেঁধেছিলেন এই গান। বাইকে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করতেন। নিজের লেখা, সুর দেওয়া এবং গাওয়া গান শুনে এগিয়ে আসতেন অনেকে। সে গান যে কীভাবে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ল তা বোঝার সাধ‍্যি নেই কারোর।

তাঁর দেখাদেখি আরো অনেকেই নিজেদের সুবিধার্থে গান বেঁধেছিলেন। এই তালিকাতেই রয়েছেন বীরভূমের ইলামবাজারের জয়দেব কেন্দুলির বাসিন্দা ভগবত নন্দী। পেশায় তিনি ঝালমুড়ি বিক্রেতা। সাইকেলে ঘুরে ঘুরে ঝালমুড়ি বিক্রি করেন তিনি। বিগত ২৫ বছর ধরে এই পেশার সঙ্গেই যুক্ত রয়েছেন ভগবত।

ভুবন বাদ‍্যকরের সাফল‍্য দেখে তিনিও উদ‍্যোগী হয়ে বেঁধে ফেলেছেন একটি গান। গানের নাম ‘দিদি দিদি খাবেন মুড়ি’। গানটি বেশ জনপ্রিয়তাও পেয়েছে ইতিমধ‍্যে। তবে ‘কাঁচা বাদাম’এর উচ্চতায় ঝালমুড়ি যেতে পারবে কিনা সেটাই দেখার। উল্লেখ‍্য, এর আগে কাঁচা বাদামের অনুকরণে ‘ভাজা বাদাম’ গানও ভাইরাল হয়েছিল।


Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর