সিড-মিঠাইয়ের কোলে জুনিয়র আদৃত! নতুন টুইস্ট আসছে সিরিয়ালে?

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সিরিয়ালের সঙ্গে বাঙালির যোগ আত্মিক। বিভিন্ন চ‍্যানেলে কতই না সিরিয়াল বিনোদনের পসরা সাজিয়ে বসে থাকে দর্শকদের জন‍্য। তাদের মধ‍্যে অন‍্যতম ‘মিঠাই’ (Mithai)। জি বাংলার এই সিরিয়াল বিগত দেড় বছরেরও বেশি সময় ধরে দর্শকদের মনোরঞ্জন করে চলেছে।

তবে গত কয়েক সপ্তাহ ধরে মিঠাইয়ের টিআরপি বেশ ডাউন চলছে। সিড মিঠাই, যে জুটির নাম এক সময় সবার মুখে মুখে ঘুরত, তাদের ম‍্যাজিক আর কাজ করছে না। এমনি অভিযোগ তুলছেন দর্শকদের একাংশ। অনেকে আবার বলছেন, সিরিয়ালে নতুন ধরণের গল্প আসছে না। টুইস্ট আনলেও দর্শকদের বিশেষ মনে ধরছে না।


মনোহরা হাতছাড়া হওয়া, ওয়ান অ্যান্ড ওনলি প্রমীলা লাহা এবং আদিত‍্য আগরওয়ালের ষড়যন্ত্র, মিষ্টির ব‍্যবসার হাল ফেরাতে মোদক পরিবারের এক হওয়া কোনোটাই বিশেষ দাগ কাটতে পারছে না দর্শকদের মনে। মিঠাইও ক্রমেই পিছিয়ে পড়ছে টিআরপি তালিকায়। সিরিয়াল শেষ হয়ে যাওয়ার গুঞ্জনে কপালে চিন্তার ভাঁজ দর্শকদের।

এর মধ‍্যেই নেটপাড়ায় কিছু ভাইরাল ছবি দেখে নড়েচড়ে বসেছেন মিঠাই ভক্তরা। ছবিগুলি সিড মিঠাইয়ের। তবে নজর কেড়েছে দুজনের কোলের এক খুদে। সৌমিতৃষা এবং আদৃত দুজনের কোলে চেপেই বহাল তবিয়তে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে খুদেকে। নায়ক নায়িকা দুজনেই হাসিমুখে ক‍্যামেরাবন্দি হয়েছেন।


ছবিগুলি দেখে প্রথমে প্রশ্ন উঠতেই পারে, মিঠাইতে কি নতুন টুইস্ট আসছে? নতুন সদস‍্যের আগমন ঘটবছ মোদক পরিবারে? আজ্ঞে না। আসলে এই খুদে সিড মিঠাই ওরফে আদৃত ও সৌমিতৃষার সঙ্গে দেখা করতে এসেছিল তার মা ও দিদির সঙ্গে। এই পুঁচকের সঙ্গে কিন্তু সিডের খুব মিল।

আসলে দুজনের নামই আদৃত। জানা যাচ্ছে, জুনিয়র আদৃতের মা অভিনেতার বড় ভক্ত। তাই সন্তান জন্মের আগেই তিনি ঠিক করে নিয়েছিলেন, ছেলে হলে তার নাম রাখবেন আদৃত। তাই জুনিয়র আদৃতকে নিয়ে সিনিয়র আদৃতের সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি। পুঁচকেকে কোলে নিয়ে ছবি তোলার সুযোগ ছাড়েননি সৌমিতৃষা ও আদৃত।

https://www.instagram.com/p/Ci7R4-tBUc3/?igshid=YmMyMTA2M2Y=

এখানেই মিঠাই সিরিয়ালের সার্থকতা। টিআরপি কমে গেলেও এখনো অনেকের কাছেই মিঠাই প্রিয় সিরিয়াল। টিআরপি বাড়ার জন‍্য প্রার্থনা করছেন সকলেই। সেই সঙ্গে ‘সিধাই’ ভক্তদের বক্তব‍্য, টিআরপি কমে গেলেও শেষ পর্যন্ত সিরিয়ালটি দেখবেন তারা।

X