গোপনাঙ্গ ছিন্নভিন্ন, শরীরে ছুড়ির অসংখ্য কোপ! নৃশংস হত্যাকান্ড ঘিরে, শহরে বিরাট চাঞ্চল্য

বাংলা হান্ট ডেস্কঃ দিল্লির বুকে নৃশংস হত্যাকান্ড (Murder)। রেলস্টেশনের ধারেই পড়ে রয়েছে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ। শরীরে একাধিক আঘাতের চিহ্ন। কেটে দেওয়া হয়েছে গোপনাঙ্গ। দেখেই গা শিউরে উঠবে! দিল্লির পালম বিহার রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে বছর পঁচিশের এক যুবকের দেহ।

যুবকের নৃশংস হত্যাকান্ড (Murder) ঘিরে, শহরে বিরাট চাঞ্চল্য

পুলিশ সূত্রে খবর বছর পঁচিশের ওই যুবক এইচআইভি পজেটিভ ছিলেন। এই যুবককে নৃশংসভাবে ছুরি দিয়ে কুপিয়ে খুন (Murder) করা হয়েছে।শুধু তাই নয়, প্রচন্ড আক্রোশ থেকেই নাকি যুবকের মাথায় ইঁট দিয়ে একাধিকবার আঘাত করা হয়েছে। ইতিমধ্যেই এই মর্মান্তিক হত্যাকান্ডের তদন্তে নেমেছে পুলিশ। জানা যাচ্ছে, গত ২৭ নভেম্বর দিল্লি ক্যান্টনমেন্ট পুলিশ স্টেশনে একটি ফোন আসে।

ফোনেই জানানো হয় রেলস্টেশনের কাছে এক যুবকের দেহ পড়ে রয়েছে। এরপর দেহ উদ্ধার করে তদন্ত শুরু করে পুলিশ। ওই যুবকের পাশ থেকেই  পাওয়া গিয়েছিল একটি ফোন। তদন্তে নেমে হলেই জানতে পারে গত ২৫ নভেম্বর থেকেই নিখোঁজ ছিলেন ওই যুবক। থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল।

আরও পড়ুন: সাধের দার্জিলিং-এই গেল প্রাণ! বন্ধুদের সাথে ঘুরতে গিয়েই…

জানা যায় আদতে রাজস্থানের বাসিন্দা ওই যুবক কর্মসূত্রে দিল্লি থাকতেন। দিল্লির একটি ই-কমার্স সেক্টরে চাকরি করতেন তিনি। রেলস্টেশন চত্বরে সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা গিয়েছে ২৫ নভেম্বর রেল ইয়র্ডের দিকে যাচ্ছিল ওই যুবক। তার পিছনেই ছিল আরও দুই যুবক। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু এই হত্যাকান্ডের (Murder) সাথে তাদের কোন যোগ পায়নি পুলিশ।

Murder

অন্যদিকে এখনও পর্যন্ত ধরা পড়েনি এই হত্যাকান্ডের মূল অভিযুক্ত। মৃতের পরিবারের দাবি ২৫ নভেম্বর সে পরিবারের একজন সদস্যের সাথেই দেখা করতে যাচ্ছিল। তারপর থেকেই তার আর কোনো খোঁজ মেলেনি। যুবকের মোবাইল থেকে জানা গিয়েছে তিনি বিবাহিত ছিলেন। তবে সেইসাথে উঠে এসেছে আরও এক চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে ওই যুবক সম্ভবত সমকামী ছিলেন। অন্য কোনো ব্যক্তির সাথে সম্পর্ক ছিল তার। তাই সম্পর্কের টানাপোড়েনের কারণেও এই খুন হতে পারে বলেই অনুমান পুলিশের।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর