বাংলা হান্ট ডেস্ক: উত্তর ভারতের সমতল ভূমির পাশাপাশি পার্বত্য এলাকার কিছু অংশে খোঁজ মেলে চিতাবাঘের। কিছু কিছু সময়ে আমাদের রাজ্যের উত্তর অংশেও চিতাবাঘের উপস্থিতির লক্ষ করা যায়। তবে, এবার নাগাল্যান্ডের উত্তর-পূর্ব অঞ্চলের পাহাড়ে এক অদ্ভুত প্রাণীর দেখা মিলেছে।
সেটি দেখতে হুবহু চিতাবাঘের মতো হলেও চিতাবাঘ এবং এই প্রাণীর চামড়ার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে।একটি ইংরেজি ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুসারে, ভারত-মায়ানমার সীমান্তে প্রায় ৩৭০০ মিটার উচ্চতায় দেখা গিয়েছে এই “ক্লাউডেড লেপার্ড”কে। এটি দেখতে অনেকটা বিড়ালের মতো। ওই স্থানে রাখা ট্র্যাপ ক্যামেরাতেই লেপার্ড-এর ছবিটি ধরা পড়েছে বলে জানা গিয়েছে।
নাগাল্যান্ডের স্থানীয় সম্প্রদায় এই বনগুলির তত্ত্বাবধান করে। অদ্ভুত দর্শন এই চিতাবাঘের প্রসঙ্গে একজন জানান যে, “এই চিতাবাঘটি গাছে চড়তে পারদর্শী। এর পায়ে অনেক শক্তি রয়েছে। চোখের পলকে এটি গাছে উঠে যায়।”
পাশাপাশি, এই চিতাবাঘের নখরগুলো অনেক বড়। যে কারণে খুব সহজেই সেই নখগুলিকে তারা গাছে দ্রুত ওঠার কাজে ব্যবহার করতে পারে। এমনকি, এই প্রাণীটি উল্টোও ঝুলতে পারে। ন্যাশনাল জিওগ্রাফিকের মতে, “ক্লাউডেড লেপার্ড” মাটিতে তাদের শিকার খুঁজে তারপর সেটিকে গ্রহণ করে।