“মার পাকিস্তানের দালালটাকে”, আচমকাই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের আক্রমণের শিকার আকাশ চোপড়া!

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অবশেষে হলো নাটকের অবসান। দীর্ঘ টালবাহানার পরে পাকিস্তান নিজেদের একটি জেদ ছাড়তে বাধ্য হল। যদিও তাদের প্রস্তাবিত হাইব্রিড মডেল এই আয়োজিত হবে আসন্ন এশিয়া কাপ (Asia Cup 2023)। কিন্তু ভারতকে পাকিস্তানের মাটিতে পা রাখতে হবে না, যা নিয়ে প্রাথমিকভাবে চূড়ান্ত আপত্তি ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB)। শেষ পর্যন্ত তারা নিজেদের দেশের মাটিতে মাত্র চারটি ম্যাচ নিয়েই সন্তুষ্ট থাকছে।

এখনো অবধি পাওয়া খবর থেকে জানা গিয়েছে যে এশিয়া কাপ আরম্ভ হবে আগস্ট মাসের ৩১ তারিখে। টুর্নামেন্ট চলবে সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ অবধি। গতবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার শ্রীলঙ্কা মোট ৯ টি ম্যাচ আয়োজন করবে নিজেদের দেশে। গতবার দেশে অচলাবস্থার কারণে তারা এশিয়া কাপের দায়িত্ব পেয়েও আয়োজন করতে পারেনি।

ইতিমধ্যেই গ্রুপ বিভাজনও প্রকাশ্যে চলে এসেছে। গতবারের মতোই এক গ্রুপে রয়েছে ভারত এবং পাকিস্তান। সেবার গ্রুপ পর্বের খেলায় পাকিস্তানকে হারালেও সুপার ফোরের লড়াইয়ে রোহিত শর্মাদের টেক্কা দিয়েছিলেন বাবর আজমরা। তবে গতবার টুর্নামেন্ট ছিল ২০ ওভারের। চলতি বছরে টুর্নামেন্ট ৫০ ওভারের ফরম্যাটেই আয়োজিত হবে।

প্রাথমিকভাবে যখন ভারতীয় দলের পাকিস্তানের মাটিতে পা না রাখার বিষয়টি সামনে এসেছিল তখন পাকিস্তান জানিয়েছিল যে এমন ভাবে যদি টুর্নামেন্ট আয়োজিত হয় তাহলে তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে না। কিন্তু শেষপর্যন্ত পরিস্থিতি অত খারাপ হয়নি। আনন্দ প্রকাশ করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং বর্তমান ধারাভাষ্যকার আকাশ চোপড়া। পাকিস্তানকে ছাড়া এশিয়া কাপ যেন ‘টপিংস ছাড়া পিজ্জা’ বলেও মন্তব্য করেছেন তিনি। শেষপর্যন্ত কোনরকম ঝামেলা ছাড়াই টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে সেই নিয়ে নিজের স্বস্তি প্রকাশ করেছেন তিনি।

কিন্তু পাকিস্তানকে এতটা গুরুত্ব দিয়ে কথা বলার জন্য তিনি কিছু ভারতীয় ক্রিকেট সমর্থকের হিংসাপূর্ণ মন্তব্যের শিকার হয়েছেন। তাকে পাকিস্তানের দালাল বলেও আখ্যা দিয়েছেন কিছু ভারতীয় সমর্থক। সাম্প্রতিক সময়ে একাধিক ব্যাপার নিয়ে বিতর্কের মুখে পড়েছেন আকাশ। এই বিষয়টিও ছিল তেমনি একটি বিষয়।

 

সম্পর্কিত খবর

X