ক্রিকেটার তাও আবার 146 কেজি ওজনের, যখন প্রথমবার তার কথা জানাজানি হয়েছিল তখন অনেকেই তাকে হেয় করেছিলেন। এমনকি অনেক ক্রিকেট ভক্ত তাকে নিয়ে হাসাহাসি করেছিলেন। কিন্তু সেই সব কিছুকে পাত্তা না দিয়ে ওয়েস্ট ইন্ডিজ দলের জাতীয় নির্বাচকরা ভরসা রেখেছিলেন তার ওপর। অবশেষে সেই ভরসার মর্যাদা দিলেন 146 কেজি ওজনের ক্যারিবিয়ান খেলোয়াড় রাখিম কর্নওয়াল। এই কর্নওয়ালের দাপুটে বোলিংয়ের দৌলতেই লখনৌতে টেস্ট ম্যাচে আফগানিস্তানকে প্রথম ইনিংসে মাত্র 187 রানের মধ্যেই আটকে দিল ওয়েস্ট ইন্ডিজ।
আফগানিস্তানকে এতো কম রানে আটকে দেওয়ার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ক্যারিবিয়ান তারকা কর্নওয়াল। প্রথম ইনিংসে সাত উইকেট নিয়ে আফগানিস্তান ব্যাটিং কে ধ্বংস করে দিয়েছেন তিনি। কর্ণওয়াল দুর্দান্ত অফ ব্রেক বোলিং করতে পারেন আর নিজের এই বোলিং দক্ষতার সাহায্যেই তিনি আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে 7 টি উইকেট তুলে নিয়েছেন। এছাড়াও ব্যাট হাতেও বেশ পারদর্শী এই ভারি শরীরের ক্যারিবিয়ান তারকা।
কর্ণওয়াল তার ভারী শরীরের জন্য কোন অংশে কম যান না বাকি খেলোয়াড়দের থেকে। ভারী শরীর নিয়েও তিনি ক্রিকেট ফিল্ডের যেকোনো জায়গায় ফিল্ডিং করতে পারেন অনায়াসে। এছাড়াও এইদিন তিনি পঁচিশ ওভার বল করেন। যার মধ্যে ছিল পাঁচটি মেডেন ওভার। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ 39 রান করেন আফগানি ওপেনার জাভেদ আহমেদি।