খাবার পর বাসন মেজে চকচক করছে বাঁদর! গেছোর কীর্তি দেখে হাসিতে পাগল নেটিজেনরা! ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ার (Social Media) যুগে অনেক সময় মজাদার কিছু ছবি বা ভিডিও (Video) ভাইরাল (Viral) হয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখলে আপনি নিজেও হাসি থামাতে পারবেন না। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি বাঁদর বাসনপত্র মাজার কাজ করছে।

সম্প্রতি মজার এই ভিডিওটি ভাইরাল হয়েছে ‘ram_maurya55555’ নামের একটি ইনস্টাগ্রাম (instagram) অ্যাকাউন্ট থেকে। লক্ষাধিক মানুষ ইতিমধ্যেই দেখে ফেলেছেন ভিডিওটি। কেউ কেউ বাঁদরের তারিফ করলেও, অনেকেই ভিডিওটি নিয়ে সমালোচনা করেছেন।

নেট দুনিয়ায় আমরা এখন অনেক কিছুই দেখি যা কখনও কখনও আমাদেরকে অবাক করে দেয়, আবার কেউ কেউ সেই সমস্ত ভিডিও সহজে বিশ্বাস করতে পারেন না। অনেকেই প্রাণীদের কিছু মজাদার কাজকর্ম দেখে তার বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন। দিন কয়েক আগেই প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা গেছে একটি বাঁদর খুব পরিশ্রম করে থালা- বাসন মাজছে।

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোডের সাথে সাথে ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। অনেকেই এই ভিডিওটি দেখার পর মজার ছলে বলেছেন, “এই পৃথিবীতে কিছুই অসম্ভব নয়।” বাঁদরের স্বভাব সাধারণত দুষ্টু প্রকৃতির হয়। অনেক সময় দেখা যায় বাঁদর মানুষের অনেক ক্ষতি করে। এই ধরনের ভিডিও-ও সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাবেন।

 

View this post on Instagram

 

A post shared by ❤LIFELINE (@ram_maurya55555)

কিন্তু এই বাঁদরের কাজ দেখে অনেকেই হাসি থামাতে পারছেন না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বাঁদরের চারপাশে অনেক বাসনপত্র রাখা আছে। বেচারা বাঁদরটি খুব কষ্ট করে সেই বাসনগুলো ধুচ্ছে। বাঁদরটি যেভাবে ঘষে-ঘষে বাসন ধুচ্ছে তা দেখে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা নিজেদের হাসি থামিয়ে রাখতে পারছেন না।

 

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X