বাংলাহান্ট ডেস্ক : লাগাতার কয়েকদিন ধরে বাড়ছে রাজ্যের তাপমাত্রা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গলদঘর্ম শহরবাসী। তাপে পুড়তে শুরু করেছে মহানগরীয় দুপুর। আবহবিদদের অনুমান এবছর রেকর্ড ছাড়াবে তাপমাত্রা। ১৫ মার্চ থেকে ১৫ মে দাবদাহ চলবে রাজ্যে। মার্চেই ৪০° ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা। বদলেছে উত্তরবঙ্গের আবহাওয়াও। লাগাতার কয়েকদিন বৃষ্টির পর আপাতত শুকনোই থাকবে দার্জিলিং এর আকাশও। জেনে নিন কেমন থাকবে সপ্তাহন্তের প্রথম দিনটির আবহাওয়া।
আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা :৩৩° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২২° সেলসিয়াস
আর্দ্রতা : ৮১%
বাতাস : ৬.৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭৬%
আজকের আবহাওয়া
শনিবার আরও বাড়তে চলেছে রাজ্যের তাপমাত্রা। পারদ চড়বে শহরেরও। গত কয়েকদিন ধরে প্রায় টানা বৃষ্টির পর বদলাচ্ছে দার্জিলিং এবং কালিম্পং এর আবহাওয়াও। আপাতত আগামী দিন কয়েক শুকনো থাকবে পাহাড়ের আকাশ। রোদ ঝলমলে থাকবে দক্ষিণ বঙ্গও। ভোরের দিকে হালকা শীত অনুভূত হতে পারে রাজ্য জুড়েই। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২° সেলসিয়াস।
উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী তিনদিন শুকনো থাকবে দার্জিলিং এবং কালিম্পং জেলা। হিমালয় পাদদেশ সংলগ্ন বাকি জেলাগুলিতে রৌদ্রজ্বল থাকবে আকাশ। শনিবার রাতের মধ্যে কোথাও আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই। অনেকটাই বাড়বে দিনের তাপমাত্রা। জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে পারে প্রায় ২° সেলসিয়াস। তবে রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা নেই কোনও। শুক্রবার দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭° সেলসিয়াস।
অন্যদিকে শনিবার সকালের মধ্যে শুকনোই থাকবে দক্ষিণবঙ্গের সব জেলা। রৌদ্রজ্জ্বল থাকবে সবকটিই জেলাই। রবিবার সকালের মধ্যেও পরিবর্তন হবে না আবহাওয়ার। রবিবারও শুকনোই থাকবে দক্ষিণবঙ্গের সবকটি জেলা। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতাতেও। তবে ১-২° বাড়তে পারে উষ্ণতা। আগামী ৫ দিন তেমন বড় কোনও পরিবর্তন নেই তাপমাত্রায়।
আগামী কালের আবহাওয়া
আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১° সেলসিয়াস। বেশ ভালোরকম গরম অনুভূত হবে শহর কলকাতায়। বাড়বে উত্তরবঙ্গের তাপমাত্রাও। তবে অংশত মেঘলা থাকতে পারে কিছু এলাকার আকাশ।