আবারও শীতের আমেজ রাজ্যে, আজ থেকেই কমছে তাপমাত্রা, চলবে বৃষ্টিও: আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্ক : আবারও শীতের ছোঁয়া রাজ্যে৷ গত একসপ্তাহ ধরে বাংলার সর্বোচ্চ তাপমাত্রা গড়ে প্রায় ৫° সেলসিয়াস বৃদ্ধি পেলেও শেষ মাঘে আবারও রাজ্যে ফিরছে শীত। আজ থেকেই আগামী ৩দিন প্রায় ৩-৫° সেলসিয়াস কমবে রাজ্যের পারদ। মাঝারি থেকে হালকা বৃষ্টি জারি থাকছে উত্তরবঙ্গে।

আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা :২৫° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৩° সেলসিয়াস
আদ্রতা : ১০০%
বাতাস :  ৭.৪কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৯৭%

আজকের আবহাওয়া
আজ থেকেই নিম্নগামী রাজ্যের পারদ। বিগত সপ্তাহ খানেক ধরে লাগাতার তাপমাত্রা বৃদ্ধি হলেও আবারও শীতের আমেজ ফিরতে চলেছে শহরে। লাগাতার বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩° সেলসিয়াস। যা কি না গতকালের তুলনায় প্রায় ৫° সেলসিয়াস কম।

উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
আবারও  বৃষ্টিতে ভিজতে চলেছে উত্তরবঙ্গ। আজ সকালের মধ্যেই বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই।  আগামীকাল ১২ ফেব্রুয়ারি  মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার,  আলিপুরদুয়ার এই জেলাগুলিতে। কাল সারাদিন ধরেই এই জেলাগুলিতে চলবে বৃষ্টি। তবে আজ থেকেই  আবারও নামবে পারদ। তাপমাত্রা কমতে পারে প্রায় ৩-৪° সেলসিয়াস একই সঙ্গে ঘন কুয়াশায় ঢাকা থাকবে উত্তরের জেলাগুলি।
আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্র-বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ আগামীকাল অর্থাৎ ১২ জানুয়ারি সকালের পর থেকে শুকনো থাকবে দক্ষিণের আবহাওয়া। আজ থেকে কমতে চলেছে পারদ। প্রায় ৩°-৫° কমতে চলেছে রাতের তাপমাত্রা। আজ দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।

আগামী কালের আবহাওয়া
আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২° সেলসিয়াস। মেঘাচ্ছন্ন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে বেশ কিছু জায়গায়।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর