মেঘ কাটবে নাকি বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ! রাতের আকাশ কেমন থাকবে? জানাল হাওয়া অফিস

বাংলাহান্ট ডেস্ক : গতকাল থেকেই বঙ্গ জুড়ে শুরু হয়েছে গরমের দাপট। আজও সকাল থেকে ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী। অক্টোবর মাসেও সূর্যের তেজ দেখে অনেকেই ভাদ্র মাসের সাথে তুলনা করছেন। তবে আপনার যদি আজ বিকালের পর বাইরে বেরোনোর পরিকল্পনা থাকে তাহলে অবশ্যই আজকের প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন।

আজ বিকেলের পর কেমন থাকবে আবহাওয়া? সেই বিষয়ে আজ জেনে নেব এই প্রতিবেদনে। বিগত কয়েকদিন গোটা রাজ্য সাক্ষী থেকেছে দুর্যোগের। উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র বৃষ্টিতে নাজেহাল হয়েছে মানুষ। বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলার একাধিক জেলায়। এখনো বহু জায়গায় জমে রয়েছে জল। তবে গত তিন দিন হল কমেছে দুর্যোগ।

আরোও পড়ুন : ‘দামে কম, মানে ভালো’! আম্বানিকে টেক্কা দেবে এই কোম্পানির ল্যাপটপ, বৈশিষ্ট্য দেখলে তাকে লেগে যাবে

কালো মেঘ সরে গিয়ে আকাশে দেখা মিলেছে সূর্যের। তবে বৃষ্টির পর তীব্র গরমে নাভিশ্বাস ওঠার অবস্থা মানুষের। পাশাপাশি দেশ থেকে ধীরে ধীরে বিদায় নিচ্ছে বর্ষা। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে বাংলা থেকে বর্ষা পাকাপাকিভাবে বিদায় নেবে। অন্যদিকে, আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ৪/৫ দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে।

আরোও পড়ুন : প্রথম থিমের জন্ম কুমোরটুলিতেই! সুভাষচন্দ্রের সভাপতিত্বে গড়ে ওঠা সেই পুজোর ইতিহাস জানেন ?

বর্ষা বিদায় নিতে শুরু করেছে বিহার, ঝারখন্ড থেকে। ফলে মূলত পরিষ্কার আকাশই থাকবে আগামী কয়েকদিন। বৃষ্টির আশঙ্কা নেই দক্ষিণবঙ্গে। তবে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। যদিও আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগামীকাল থেকেই কিছুটা পরিমাণ কমবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ।

todays Weather report 7 th june of west Bengal

আজ সাধারণত মেঘলা আকাশ থাকবে হাওড়া, হুগলী, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই মেদিনীপুরের। এই জেলাগুলিতে সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় আজ সন্ধ্যের পর ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সব মিলিয়ে, বর্ষা বিদায়ের সময় যে এগিয়ে আসছে তার বলাই যায়।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর