সোনার দাম মাত্র ৫৪ হাজার! এত সস্তায় আর পাবেন না, সব ফেলে আজই ছুটুন দোকানে

বাংলা হান্ট ডেস্ক : সোনার গয়না বানানো অনেকেরই নেশা, শুধু বাঙালিদের মধ্যেই নয়, সারা দেশ জুড়ে রয়েছে সোনার ব্যাপক চাহিদা। নিজের জন্য তো বটেই অনেকে বিয়ে, পৈতে,অন্নপ্রাশন কিংবা জন্মদিনের মতো অনুষ্ঠানেও উপহারে সোনা দিয়ে থাকেন। নারীর অলংকারের পাশাপাশি বহুদিন ধরেই সোনা হয়ে উঠেছে সঞ্চয়ের অন্যতম জনপ্রিয় মাধ্যম। কিন্তু সোনার দাম (Gold Price) দিনে দিনে যে হরে বাড়ছে তাতে সোনা (Gold) ধীরে ধীরে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে।

সোনার দাম (Gold Price) কমে হল ৫৪ হাজার টাকা!

তাই অনেকেই ভবিষ্যতে ভালো দাম পাওয়ার জন্য সোনার কয়েন কিম্বা বার কিনে জমিয়ে রাখেন। সামনেই আছে দুর্গাপুজো, তাই এমনিতেই চারিদিকে রয়েছে উৎসবের আমেজ। আর মা দুর্গা মর্ত্যে আসার আগেই চলতি সপ্তাহে আসছেন তারই ছেলে গণেশ। সিদ্ধিদাতা গণেশের আগমনের আগে থেকেই লাফিয়ে কমছে সোনার দাম (Gold Price)। সোনার পাশাপাশি পাল্লা  কমছে রুপোর দামও।

তাছাড়া ইদানিং রুপোর গয়নারও ব্যাপক চল রয়েছে বাজারে। বিনিয়োগের পাশাপাশি উপহার হিসেবেও অনেকেই রুপো কিনে থাকেন। তাই উৎসবের মরশুমে সোনার দাম (Gold Price) যে হারে কমছে তাতে এটাই সোনা কেনার উপযুক্ত সময় বলেই মনে করা হচ্ছে। আসুন তাহলে জানা যাক আজ কলকাতায় (Kolkata) সোনা রুপো কত দামে পাওয়া যাচ্ছে?

৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার কলকাতায় আবার দাম কমল হলুদ ধাতুর। জানা যাচ্ছে আজকের দিনে প্রতি ১০ গ্রাম ওজনের ২২ ক্যারেট সোনার দাম কমে গিয়ে হয়েছে ৬৬ হাজার ৬৯০ টাকা। একইসাথে একইমানের ১০০ গ্রাম ওজনের সোনা আজ বিক্রি হচ্ছে ৬ লক্ষ ৬৬ হাজা ৯০০ টাকায়।

আরও পড়ুন : প্রথমবার জুটিতে রোহন-শোলাঙ্কি, অশান্ত পরিস্থিতিতেই শেষ শুটিং! মুক্তি পাচ্ছে কবে?

একইসাথে আজ কলকাতায় হেরফের হয়েছে আজ ১০ গ্রাম ওজনের ২৪ ক্যারেট সোনার দামেও। জানা বৃহস্পতিবার ২৪ ক্যারেট সোনার দাম কমে হয়েছে ৭২ হাজার ৭৬০ টাকা। তাই ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ২৭ হাজার ৬০০ টাকা।

Gold Price 3

তবে আজ বিরাট চমক রয়েছে ১৮ ক্যারেটের সোনার দামে। আজ ১০ গ্রাম ওজনের ১৮ ক্যারেট সোনার দাম কমে হয়েছে ৫৪ হাজার ৫৬০ টাকা। এছাড়াও ১০০ গ্রাম ওজনের ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৫ লক্ষ ৪৫ হাজার ৬০০ টাকায়। একইসাথে আজ বিরাট সস্তা হয়েছে রুপোও। বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর ১ কেজি রুপোর দাম কমে গিয়ে হয়েছে ৮৫ হাজার টাকা ৷


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর