আমনের হাফ-সেঞ্চুরির পর তেওটিয়া ঝড় থামিয়ে সৌরভের দিল্লিকে জেতালেন অভিজ্ঞ ইশান্ত

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বুড়ো হাড়ের ভেলকি দেখালেন ইশান্ত শর্মা। গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে অসাধারণ জয় পেয়ে আইপিএলের টপ ফোরের দৌড়ে টিকে রইলো সৌরভের দিল্লি ক্যাপিটালস। আমন খানের অসাধারণ অর্ধশতরান এবং রিপল প্যাটেলের অসাধারণ পিঞ্চ হিটিংয়ে ভর করে টপ অর্ডারের ব্যর্থতার সামনে ১৩০ রান তুলেছিল দিল্লি। হার্দিক পান্ডিয়ার চেষ্টা সত্ত্বেও ইশান্ত, খলিলদের অসাধারণ বোলিংয়ে ভর করে সেই ম্যাচ ৫ উইকেটে জিতে নিয়ে আত্মবিশ্বাস ফিরে পেলেন ডেভিড ওয়ার্নাররা।

এর আগে আজ নতুন বল হাতে একাই দিল্লির টপ অর্ডারকে ধ্বংস করে দিয়েছেন মহম্মদ শামি। অসাধারণ নিয়ন্ত্রণ সহ বোলিং করেছিল তিনি! ফিলিপ সল্ট, প্রিয়ম গর্গ, রাইলি রুশো এবং মনীশ পান্ডেকে ড্রেসিংরুমে ফেরত পাঠান তিনি। আজ ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৪টি উইকেট নিলেন তিনি।

দিল্লির অবস্থা আরও খারাপ হতে পারতো যদি না আমন খান (৫১) রুখে দাঁড়াতেন। মুম্বাইয়ের এই ক্রিকেটার আজ দুর্দান্ত ব্যাটিং করে দলের বিপদের সময় দলকে টেনে তুলেছেন। তিনি যখন আজ নিজের প্রথম আইপিএল অর্ধশতরান সম্পূর্ণ করেন তখন পন্টিং থেকে শুরু করে সৌরভ সকলেই উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে তাকে স্বাগত জানিয়েছেন। তার হাফ সেঞ্চুরি এবং রিপল প্যাটেলের ২৩ রানের ক্যামিওতে ভর করে দিল্লি স্কোরবোর্ডে ১৩০ রান তোলে।

এরপর গুজরাট যখন রান তাড়া করতে নামে, তখন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামা খলিল আহমেদ প্রথম ওভারেই ঋদ্ধিমান সাহাকে ড্রেসিংরুমে ফিরিয়ে দিল্লিকে ম্যাচে ফিরিয়ে আনেন। সেট হওয়ার আগেই শুভমন গিল ফিরে যান অনরিখ নোকিয়ার শিকার হয়ে। অসাধারণ নাকল বলে বিজয় শঙ্করকে বোল্ড করেন ইশান্ত শর্মা। চলতি আইপিএলে প্রথমবার পাওয়ার প্লে-তে ব্যাট করতে নামা ডেভিড মিলার খাতা না খুলেই কুলদীপ যাদবের শিকার হয়ে ড্রেসিংরুমে ফেরেন।

এরপর অভিনব মনোহরকে সঙ্গে নিয়ে কঠিন লড়াই লড়তে আরম্ভ করেন হার্দিক পান্ডিয়া। ম্যাচ যত এগোচ্ছিল ততই যেন দিল্লি ক্যাপিটালস শিবির অনুভব করতে পারছিল যে তারা চাইলে এই ম্যাচেও জিততে পারবে। কিন্তু খলিল আহমেদ, অভিনব মনোহরকে (২৬) ফেরানোর পর রাহুল তেওয়াটিয়া ক্রিজে নামেন। চূড়ান্ত বেকায়দায় থেকেও ১৯ তম ওভারে অনরিখ নোকিয়া-কে পর পর তিনবার গ্যালারিতে পাঠিয়ে তিনি গুজরাটে প্রায় অসম্ভব পরিস্থিতি থেকে ম্যাচ জয়ের অত্যন্ত কাছাকাছি নিয়ে এসেছিলেন। কিন্তু অভিজ্ঞ শর্মা শেষ করে অসাধারণ বোলিং করেন। জয়ের জন্য গুজরাটের প্রয়োজন ছিল মাত্র ১২ রান। কিন্তু রাহুলকে ফিরিয়ে শেষ ওভারে মাত্র ৬ রান দেন ইশান্ত। দিল্লি দুর্দান্ত জয় পেয়েছে ঠিকই কিন্তু পয়েন্ট টেবিলে তারা এখনো সবচেয়ে নীচে রয়েছে।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর