চলতি বছরে শুধু লাভ হয়েছে আদানি-আম্বানির! মাস্ক সহ বাকিদের বিপুল ক্ষতি

Last Updated:

বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় মোট সম্পদের নিরিখে সবসময়ই একটি কড়া টক্কর পরিলক্ষিত হয়। পাশাপাশি, ওই তালিকায় রয়েছেন দুই ভারতীয় ধনকুবেরও। ইতিমধ্যেই ভারত ও এশিয়ার শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় যাঁর নাম রয়েছে তিনি হলেন গৌতম আদানি (Gautam Adani)। শুধু তাই নয়, চলতি বছরে গৌতম আদানি আয়ের দিক থেকেও শীর্ষে রয়েছেন। ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স (The Bloomberg Billionaires Index) অনুসারে জানা গিয়েছে, এই বছর তাঁর আয় দ্রুতহারে বেড়েছে। আদানি গ্রুপের চেয়ারম্যানের মোট সম্পত্তি বর্তমান বছরে ৫৬.৪ ডলার বিলিয়ন বেড়েছে বলেও জানা গিয়েছে।

শুধু তাই নয়, তিনি ১৩৩ বিলিয়ন ডলারের মোট সম্পদের দৌলতে বিশ্বের শ্রেষ্ঠ ধনীদের তালিকায় তিন নম্বরে রয়েছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল বিশ্বের শীর্ষ ১০ ধনকুবেরদের মধ্যে শুধুমাত্র আদানি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির সম্পদের পরিমান বৃদ্ধি পেয়েছে। অপরদিকে, চলতি বছর ওই তালিকায় থাকা অন্যান্য ধনকুবেরদের মোট সম্পদের পরিমান কমেছে। বর্তমান প্রতিবেদনে সেই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

জেনে অবাক হবেন যে, চলতি বছরে সবচেয়ে বেশি সম্পদ হারানোর নিরিখে এক নম্বরে রয়েছেন ধনকুবেরদের তালিকায় প্রথমে থাকা তথা টেসলা এবং স্পেসএক্স-এর সিইও ইলন মাস্ক। এখনও পর্যন্ত ২০২২-এ তাঁর ৮৯.৭ বিলিয়ন ডলার কমেছে। গত বছরের নভেম্বরের শুরুতে, মাস্কের মোট সম্পদ ৩৩৫ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। কিন্তু তারপর থেকেই তা ব্যাপকভাবে কমতে শুরু করে। এই তালিকায় পরবর্তী নামটি রয়েছে মেটা (ফেসবুকের মূল কোম্পানি)-র সিইও মার্ক জুকেরবার্গের। তাঁর মোট সম্পদের মূল্য ৮২.৯ বিলিয়ন ডলার কমেছে। পাশাপাশি, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মোট সম্পদও এই বছর ৭৪.৩ বিলিয়ন ডলার কমেছে।

কার কত সম্পদ কমেছে: বর্তমানে ইলন মাস্ক ১৮১ বিলিয়ন ডলারের সম্পদের অধিকারী হয়ে শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন। গত বৃহস্পতিবার তাঁর মোট সম্পদের পরিমান ২.৫৯ ডলার বিলিয়ন কমেছে। পাশাপাশি, ফরাসি ব্যবসায়ী বার্নার্ড আর্নাল্ট ১৫৭ বিলিয়ন ডলারের সম্পদের সাথে দুই নম্বর স্থানে রয়েছেন। এই বছর তাঁর মোট সম্পদ ২০.৬ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে। এদিকে, জেফ বেজোসের মোট সম্পদ হল ১১৮ বিলিয়ন ডলার। বর্তমানে তিনি বিশ্বের শ্রেষ্ঠ ধনীদের তালিকায় চার নম্বর স্থানে রয়েছেন। পাশাপাশি, গত বৃহস্পতিবার তাঁর মোট সম্পদ ২.২৬ বিলিয়ন ডলার কমেছে।

এদিকে, চলতি বছর, বিল গেটসের মোট সম্পদ ২৫.৩ বিলিয়ন ডলার, ওয়ারেন বাফেটের মোট সম্পদ ১.৬১ বিলিয়ন ডলার, ল্যারি এলিসনের মোট সম্পদ ১৪.৩ বিলিয়ন ডলার, ল্যারি পেজের মোট সম্পদ ৩৭.৬ বিলিয়ন ডলার এবং সের্গেই ব্রিনের মোট সম্পদ ৩৫ বিলিয়ন ডলার কমেছে। অপরদিকে, মুকেশ আম্বানির মোট সম্পদ বেড়েছে ১০৪ মিলিয়ন ডলার। এমতাবস্থায়, ৯০.১ বিলিয়ন ডলারের সম্পদের অধিকারী হয়ে তিনি ধনকুবেরদের তালিকায় নয় নম্বর স্থানে রয়েছেন। এদিকে, একটা সময়ে এই তালিকায় তিন নম্বর স্থানে থাকা মার্ক জুকেরবার্গ আপাতত ৪২.৫ বিলিয়ন ডলার সম্পদের মালিক হয়ে ২৭ নম্বর স্থানে নেমে এসেছেন।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X