বাংলা হান্ট ডেস্কঃ ‘গ্রুপবাজি চলবে না। চিরস্থায়ী ভাবে আমি কখনোই জেলে থাকবো না। একবার ফিরি, তারপর সকলকে ছেঁটে দেব’, পঞ্চায়েত নির্বাচনের আগে গতকাল ঠিক এভাবেই দলীয় নেতা-কর্মীদের উজ্জীবিত করলেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। গরু পাচার মামলায় হেফাজতে রয়েছেন তিনি, অথচ গতকাল এজলাস থেকে এভাবেই দলীয় নেতা কর্মীদের বার্তা দিতে দেখা যায় অনুব্রতকে। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বেশ কয়েকটি পরামর্শও দেন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। পরবর্তীতে অনুব্রত এবং তাঁর ঘনিষ্ঠ আত্মীয়দের নামে কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ মেলে। এমনকি, এই মুহূর্তে তদন্তকারী সংস্থা নজরে রয়েছেন অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডল। এই পরিস্থিতিতেও দমতে নারাজ কেষ্ট।
গরু পাচার মামলায় গতকাল আদালতের শুনানিতে উপস্থিত হন অনুব্রত। পরবর্তীতে বিচারক এজলাস ছেড়ে বেরিয়ে গেলেও সেখানে বসে ছিলেন তৃণমূল নেতা। সেখানে তাঁর সঙ্গে দেখা করতে আসেন মলয় মুখোপাধ্যায়, নলহাটির তৃণমূল বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং এবং অন্যান্য একাধিক তৃণমূল নেতা কর্মীরা।
প্রসঙ্গত, সামনেই পঞ্চায়েত নির্বাচন। প্রতিবারই এই নির্বাচনকে কেন্দ্র করে বীরভূমে প্রধানত কৌশল সাজান অনুব্রত মণ্ডল। তবে এ বছর হেফাজতে থাকলেও হলো না অন্যথা। গতকাল এজলাস থেকেই দলের সংগঠনের বিষয়ে খোঁজ নেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে দেখা যায় তাঁকে। পরবর্তীতে গলার স্বর বাড়িয়ে অনুব্রত বলেন, “গ্রুপ বাজি চলবে না। চিরস্থায়ীভাবে আমি জেলে থাকবো না। একবার ফিরি, তারপর সকলকে ছেঁটে দেব। সামনে পঞ্চায়েত ভোট রয়েছে। তোমরা সবাই ভালোভাবে কাজ করো।”
পরবর্তীতে অবশ্য বিচারকের নির্দেশে পুনরায় হেফাজতে ফিরে যান অনুব্রত। এক্ষেত্রে বর্তমানে যখন অনুব্রতহীন বীরভূমে পঞ্চায়েত নির্বাচনে কি হতে চলেছে, সে বিষয়ে জল্পনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে, সেই পরিস্থিতিতে গতকালের অনুব্রত-টনিক শেষ পর্যন্ত কতটা কার্যকরী হয়, সেটাই দেখার।
অপরদিকে, পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, “অনেক বড় বড় আওয়াজ শুনতে পেয়েছিলাম, আমাদের নাকি মনোনয়ন জমা করতে দেওয়া হবে না। এখন সবাই ছেলে। পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি কেন্দ্রে আমাদের প্রার্থী দেব। বিজেপি জয়লাভ করবে।”