বাংলাহান্ট ডেস্ক: ঐশ্বর্য রাই বচ্চন (aishwarya rai bachchan), বলিউডে অন্যতম জনপ্রিয় ও ব্যক্তিত্বময়ী অভিনেত্রী। বিশ্বসুন্দরীর তকমা পাওয়া থেকে শুরু করে বলিউডে প্রবেশ ও তারপর বচ্চন পরিবারের বধূ হয়ে ওঠা।
নানান বিচিত্র ও রঙিন ঘটনায় সাজানো ঐশ্বর্যর বলিউড জীবন। ২০০৭ সালে অভিষেক বচ্চনকে বিয়ে করে বচ্চন পরিবারের পুত্রবধূ হন ঐশ্বর্য। ২০১১ সালে জন্ম হয় ঐশ্বর্য ও অভিষেকের একমাত্র মেয়ে আরাধ্যার (aradhya)। কিন্তু একটা সময় অভিষেকের বদলে রণবীর কাপুরকে নিজের বাবা বলে ভেবে বসেছিল আরাধ্যা, এটা জানতেন কি?
অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিতে ঐশ্বর্য রণবীরের দুরন্ত রসায়ন দেখে চমকে গিয়েছিল দর্শক। আর তখনি রণবীরকে নিজের বাবা ভেবে বসে ছোট্ট আরাধ্যা। অবশ্য তখন সে আরো ছোটো। সেই সময় নিজের কাজের জায়গায় মেয়েকে নিয়ে গিয়েছিলেন ঐশ্বর্য।
সেখানে রণবীরকে দেখেই ছুটে গিয়ে অভিনেতাকে জড়িয়ে ধরে আরাধ্যা। আসলে সেদিন অভিষেক বচ্ছনের মতো পোশাক পরেছিলেন রণবীর। তাই আগে রণবীরকে দেখলেও সেদিন তাঁকে নিজের বাবা ভেবে ভুল করে বসে আরাধ্যা। তবে অবশ্য ভুল ভেঙে যেতে রণবীরকে দেখে একটু লজ্জাই পেয়ে থাকতো সে। এক সাক্ষাৎকারে নিজেই মেয়ের এই কাণ্ড ফাঁস করেছিলেন ঐশ্বর্য।
বচ্চন পরিবারের সর্বকনিষ্ঠ ও অমিতাভ বচ্চনের আদরের নাতনি আরাধ্যা। ২০১১ সালের ১৬ নভেম্বর জন্মগ্রহণ করে আরাধ্যা। এই বয়সেই বেশ পরিচিতি পেয়ে গিয়েছে সে। পাপারাৎজি রীতিমতো ভিড় জমায় আরাধ্যাকে একঝলক ক্যামেরাবন্দি করার জন্য।