বাংলাহান্ট ডেস্ক: নতুন করে পরিবারকে চিনতে শিখছেন অর্জুন কাপুর (Arjun Kapoor)। সৎ মা শ্রীদেবীর জন্য বোনেদের থেকেও এতদিন দূরত্ব বজায় রেখে চলছিলেন তিনি। কিন্তু অভিনেত্রীর অকালমৃত্যু সমস্ত পাঁচিল ভেঙে দিয়েছে। সৎ বোন জাহ্নবী (Janhvi Kapoor) ও খুশির সঙ্গে একেবারে নিজের দাদার মতোই মেশেন অর্জুন।
রবিবার ছিল জাহ্নবীর জন্মদিন। এদিন সৎ বোনের জন্মদিনে তাঁর সঙ্গে একটি মজার ছবির পোস্ট করেন অর্জুন। ছবিতে দেখা যাচ্ছে, ক্যামেরার সামনে লাস্যময়ী অবতারে পোজ দিচ্ছেন শ্রীদেবী কন্যা। অন্যদিকে বোনের সামনে কার্যত বত্রিশ পাটি বের করে হাস্যকর পোজ দিয়েছেন অর্জুন। দাদার কাণ্ড দেখে ছদ্ম বিরক্তি দেখিয়েছেন জাহ্নবী।
ক্যাপশনে কোনো কিছু না লুকিয়েই অভিনেতা লিখেছেন, ‘আমি জানি বেশ কিছু জন্মদিনে আমি পাশে ছিলামনা। কিন্তু এখন সারা জীবনের জন্য আমার সঙ্গেই আটকে গিয়েছো।’ দাদার এই ভিন্ন ধরনের শুভেচ্ছায় আপ্লুত জাহ্নবীও। জানিয়েছেন, তিনিও খুব ভালবাসেন দাদাকে।
https://www.instagram.com/p/CawDOFfo5Fc/?utm_medium=copy_link
প্রযোজক বনি কাপুরের দু পক্ষের এই দুই সন্তান সম্পর্কে একে অপরের সৎ দাদা ও বোন। অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর পর বড় দাদা অর্জুনকে দেখা গিয়েছিল ছোট দুই বোন জাহ্নবী ও খুশিকে সামলাতে। এক সাক্ষাৎকারে ‘ইশকজাদে’ অভিনেতা স্বীকার করেছিলেন শ্রীদেবীর অকালমৃত্যুর ঘটনাই তাঁদের কাছাকাছি এনে দিয়েছিল। তার আগে বনির দুই পক্ষের পরিবারের মধ্যে সম্পর্কটা কিছুটা অদ্ভূত ছিল।
অর্জুন জানিয়েছিলেন, সৎ বোন জাহ্নবীর মুখে ‘দাদা’ ডাক শুনলে তাঁর অস্বস্তি হয়। অর্জুনের নিজের এক বোন রয়েছে, অংশুলা। বনির প্রথম পক্ষের স্ত্রী মোনা কাপুরের সন্তান তিনি। অংশুলা যখন তাঁকে দাদা বলে ডাকেন সে অনুভুতি অন্য।
কিন্তু যখন জাহ্নবী ‘অর্জুন ভাইয়া’ বলে ডাকেন তখন একটু অস্বস্তিই হয় তাঁর। কারণ বিষয়টা তাঁর কাছে একেবারেই নতুন। অভিনেতা বলেন, জাহ্নবী ও খুশিকে তিনি কখনোই শেখাননি তাঁকে দাদা বলে ডাকতে। তাঁরা নিজেরাই সেটা শিখে নিয়েছে।