বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তান কখনো ভারতের অভ্যন্তরীণ মামলায় নাক গলানো বন্ধ করবে না। এই বার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সংসদের সংযুক্ত অধিবেশনে ভারতের বিরুদ্ধে বিষ উগড়ে দেন। ইমরান সংসদের অধিবেশনের সময় ভারতকে হুমকি দিয়ে বলেন, জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা হটানোর ফলে আবারও পুলওয়ামার মতো ঘটনা ঘটবে। উনি বলেন আমরা এই মামলা সংযুক্ত রাষ্ট্রে পর্যন্ত নিয়ে যাব। আমরা আন্তর্জাতিক মঞ্চে জানাব, বিজেপির মুসলিম বিরোধী বিচারধারার জন্য ভারতে বারবার সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে।
ইমরান খান রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ কে জম্মু কাশ্মীরের এই সমস্যার জন্য দায়ি করেছেন। উনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ভারতে সমস্ত নাগরকদের সমান অধিকার দিচ্ছে না। উনি মোহম্মদ আলী জিন্নাহ এর নাম নিয়ে বলেন, ‘মোহম্মদ আলী জিন্নাহ আগেই বলে দিয়েছিল যে, অবিভাজিত ভারতে সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভারতীয় মুসলিমদের বন্দি বানিয়ে ফেলবে।” আপনাদের জানিয়ে রাখি যে, পাকিস্তানের তরফ থেকে জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার চরম নিন্দা করে। পাকিস্তান জানায়, তাঁরা এটার বিরুদ্ধে যথাসাধ্য চেষ্টা চালাবে। এটা ভারতের অবৈধ পদক্ষেপ।
Pakistan Prime Minister Imran Khan at the Joint Session of Parliament: We will take the case of Kashmir to the United Nations & apprise the International community of the treatment of minorities in India under the racist ideology of the BJP. (File pic) pic.twitter.com/XW5FiXsB28
— ANI (@ANI) August 6, 2019
সংযুক্ত রাষ্ট্র আর আমেরিকা জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার মোদী সরকারে সিদ্ধান্তের পাকিস্তান আর আর ভারতের মধ্যে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছে। আমেরিকা বলে, জম্মু কাশ্মীর নিয়ে এই মামলায় আমরা নজর লাগিয়ে রেখেছি। এর সাথে সাথে দুই পক্ষকেই নিয়ন্ত্রণ রেখায় দুপক্ষকেই শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছে। বিদেশ মন্ত্রালয় এর মুখপাত্র মর্গান ওর্টাগস পাকিস্তানের নাম নিয়ে বলেন, আমরা সমস্ত পক্ষকে শান্তি বজায় রাখার জন্য আবেদন করেছি।