ক্রমশ চোখের মণি থেকে চোখের বালি হয়ে উঠছে শ্রীময়ী! ‘অসহ্য সিরিয়াল’ শেষ করার দাবীতে সরব দর্শকরা

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ‘গল্প ঠিক মত না এগোলে, শেষ করে দিক। কে মাথার দিব্যি দিয়েছে চালিয়ে যাবার!’- এমনই সব বিরক্তিকর মন্তব্য উঠে আসছে ‘শ্রীময়ী’ (shreemoyee) ধারাবাহিকের প্রসঙ্গে। প্রথম দিকে যে সিরিয়াল প্রতিটি ঘরে ঘরে সন্ধ্যার প্রদীপের মত আলো ছড়িয়ে দিয়েছিল, আজ সেই ধারাবাহিকই দর্শকদের চোখের বালিতে পরিণত হয়েছে।

শুরুতে দেখানো হয়েছিল- এক গৃহিণী যিনি তাঁর সমস্ত কিছু উজার করে দিলেও, সংসারে কোনদিন সুখ পাননি। তাঁর স্বামী, শ্বশুর, শ্বাশুড়ি তাঁকে সহ্য করতে পারেন না। এদিকে আবার স্বামীর অফিস কলিগ জুন গুহকে বাড়ির সকলেই খুব পছন্দ করেন। তারপর একটা সময় দেখানো হল, শ্রীময়ীকে ডিভোর্স দিয়ে তাঁর স্বামী জুন গুহকে বিয়ে করল। তখন আরও দুর্বিষহ হয়ে উঠল শ্রীময়ীর জীবন। কষ্টের দিন যেন শেষই হচ্ছে না। শ্রীময়ীর চোখের জলের ধারা যেন, টিভি স্ক্রিন ছাড়িয়ে এপারে থাকা দর্শকদের চোখকে স্পর্শ করে যেত।

তবে আজকের দিনে সেই শ্রীময়ীর মুখটাই অসহ্য হয়ে উঠেছে দর্শক মহলে। এমনিতেও ধারাবাহিক যত বেশি দিন ধরে চলে, ততই গল্পের প্রয়োজনে নানারকম চরিত্রের প্রবেশ করাতে হয় চিত্রনাট্যকারকে। কিন্তু দিন বাড়লেও, চরিত্র বাড়লেও, টিআরপি আর বাড়ছে না শ্রীময়ীর। এখানে শ্রীময়ীর প্রাক্তন প্রেমিক রোহিত সেন সবরকম পরিস্থিতিতে শ্রীময়ীর পাশে দাঁড়ালেও, তাঁর যেন কোন গুরুত্বই নেই শ্রীময়ীর জীবনে। দিনকে দিন যেন বিরক্তিকর হয়ে উঠছে।

এই পরিস্থিতিতে চুপ করে আর বসে নেই দর্শকরাও। স্যোশাল মিডিয়ায় নানাভাবে তাদের প্রতিবাদের ভাষা প্রকাশ পেয়েছে। কেউ লিখেছেন, ‘আগে শ্রীময়ী দেখার জন্য ছটফট করতাম, আর এখন সহ্য করা যাচ্ছে না। না আছে মাথা, না আছে মুণ্ডু’। আবার কেউ লিখেছেন, ‘অসহ্য সিরিয়াল একটা। এটাও আবার কিনা অ্যাওয়ার্ড পায়!’ ক্রমশ চোখের মণি থেকে চোখের বালি হয়ে ওঠা শ্রীময়ী শেষ হওয়ার অপেক্ষায় রয়েছে দর্শক মন্ডলী।

সম্পর্কিত খবর

X