চীনের বিরুদ্ধে গর্জে উঠল বাংলা, Oppo, Vivo সহ জিনপিংয়ের কুশপুতুল জ্বলল দেশজুড়ে

বাংলাহান্ট ডেস্কঃ ভারত (India) চীন (China) সীমান্ত সংঘর্ষের পরেই সমগ্র দেশ বিক্ষোভে সামিল হয়। প্রতিবাদে নামে কলকাতাবাসীও (Kolkata)। গালওয়ান উপত্যকায় ভারত চীন বৈঠক চলাকালীন চীনা সেনার আকস্মিক হামলায় প্রাণ হারায় বেশ কিছু সেনা জওয়ান। শহীদ হন ভারতের ২০ জন জওয়ান এবং ৪৩ জন চীনের সেনাও খতম হয়।

বিক্ষোভ চলে সারা দেশ জুড়ে
এই ঘটনা প্রকাশ পাওয়া মাত্রই সারা দেশ জুড়ে বিক্ষোভ দেখাতে থাকে উত্তেজিত ভারতবাসী। মহামারির সংক্রমণের মধ্যেই তারা সামাজিক দূরত্বের নিয়ম মেনেই প্রতিবাদে রাস্তায় নেমেছে। এরকমই কিছু চিত্র দেখা গেল গুজরাটের আমেদাবাদ এবং বারাণসীতে। গুজরাটের আমেদাবাদের বাপু নগরে রাস্তায় এনে পোড়ানো হল চীনা ইলেকট্রনিক্স পণ্য এমনকি Oppo, Vivo ফোনও। সেই সঙ্গে জ্বালিয়ে দেওয়া হল শি জিনপিং-এর ছবি।

china 27

পোড়ানো হয় কুশ পুতুল
মুখে মাস্ক পরিহিত অবস্থাতেই চলল চীনা হাঁটানোর শ্লোগান। এই একই চিত্র ধরা পড়ল বারাণসীতেও। সেখানকার বিশাল ভারত সংস্থান NGO-এর উদ্যোগে ব্যান্ড পার্টির সহযোগে পোড়ানো হল জিনপিং-এর কুশ পুতুলিকা। পোস্টারে লেখা হল ‘ধোঁকাবাজ চীন মুর্দাবাদ’।

প্রতিবাদে গর্জে ওঠে তিলোত্তমা
এই প্রতিবাদের রেশ আমেদাবাদ, বারাণসী ছাড়িয়ে কলকাতাতেও ছড়িয়ে পড়েছে। ভারতীয় সেনার ওপর কমিউনিস্ট চীনের কাপুরুষোচিত আক্রমণের প্রতিবাদে, এদিন কলকাতার চীনা রাষ্ট্রদূত ভবনের সামনে বিক্ষোভও প্রদর্শন করল ABVP-র সদস্যরা। ভারতবাসী আর কোন মতেই চীনের এই অত্যাচার মেনে নিতে পারছে না। বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে প্রতিবাদে সামিল হয়েছে।

জওয়ানদের নামের তালিকা প্রকাশ
সারা দেশ জুড়ে প্রতিবাদের মাঝেই ভারতীয় সেনার তরফ থেকে শহীদ ২০ জন সেনার নামের তালিকা প্রকাশ করা হল। শহীদ জওয়ানদের নামের তালিকা প্রকাশ পেতেই তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে দেখা গেল অনেককেই।


Smita Hari

সম্পর্কিত খবর