‘হ্যান্ডেল ধরা আর সম্ভব হচ্ছে না’! ভোট প্রচারে বেরিয়ে একি বললেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা?

বাংলা হান্ট ডেস্কঃ সন্দেশখালি আন্দোলনের মুখ তিনি। শেখ শাহজাহানের অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছিলেন। সেই রেখা পাত্রকেই (Rekha Patra BJP) চব্বিশের লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে দাঁড় করিয়েছে বিজেপি। আসন্ন নির্বাচনে অনেকেরই নজর থাকবে সন্দেশখালির (Sandeshkhali) দিকে। রেখারও একথা অজানা নয়। তাই অসুস্থতা কাটিয়ে ফের জোরকদমে শুরু করে দিয়েছেন প্রচার।

বুধবার যেমন সুন্দরবনের (Sundarban) কালিন্দী নদীতে ভটভটির হ্যান্ডেল হাতে দেখা গেল রেখাকে (Rekha Patra)। সেখানকার মানুষের উদ্দেশে বিশেষ বার্তা দিতেও দেখা যায় তাঁকে। সুন্দরবনের মানুষ পারে না এমন কিছু নেই, প্রচারে বেরিয়ে বলেন পদ্ম প্রার্থী। সেই সঙ্গেই সাংসদ হলে কী করবেন সেকথাও বলেন রেখা।

এদিন নৌকায় দাঁড়িয়ে সন্দেশখালির এই প্রতিবাদী গৃহবধূ বলেন, ‘আমাদের সুন্দরবনের মানুষ করতে পারে না এই রকম কোনও কাজ নেই। যেমন হাঁড়ি ধরতে পারে, নৌকার হ্যান্ডেল ধরতে পারে তেমনই ঝাঁটাও ধরতে পারে। তবে আমাদের এখন মনে হয় হ্যান্ডেল ছেড়ে নদী ব্রিজ হওয়াটা বেশি দরকারি। দিল্লি অবধি যদি যেতে পারে, তাহলে দিল্লিতে এটা তুলে ধরব। মানুষের পক্ষে আর হ্যান্ডেল ধরা সম্ভব হচ্ছে না। পেট চলে গেলেও আর বাচ্চাদের পড়াশোনা চলছে না। এই নদীতে যেন ব্রিজ হয় সেটাই চাইব’।

আরও পড়ুনঃ চাকরি বাতিলের বিরুদ্ধে বড় পদক্ষেপ! এবার যা করল SSC… আশার আলো দেখছেন শিক্ষক-শিক্ষিকারা!

এদিকে বসিরহাটের বিজেপি প্রার্থী (Basirhat BJP Candidate) হিসেবে সন্দেশখালির প্রতিবাদী গৃহবধূ রেখার নাম ঘোষণার পর বিস্তর চর্চা হয়েছিল। অনেকে তাঁকে নিয়ে প্রশ্নও তুলতে শুরু করেন। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে রেখাকে ফোন করে কথা বলেন। বসিরহাটের পদ্ম প্রার্থীকে ‘শক্তিস্বরূপা’ আখ্যা দেন তিনি।

Basirhat candidate Rekha Patra BJP

এরপর ভোট যত এগিয়ে আসতে থাকে ততই জোর কদমে প্রচার চালাতে থাকে রেখা। রোদ জল মাথায় নিয়ে এলাকায় ঘুরে ঘুরে প্রচার করতে থাকেন তিনি। তবে এসবে অনভ্যস্ত হওয়ায় আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে ভর্তি করাতে হয়। তবে এখন অসুস্থতার ধাক্কা কাটিয়ে ফের ভোট ময়দানে নেমে পড়েছেন রেখা। বসিরহাটে পদ্ম ফোটানোই তাঁর একমাত্র লক্ষ্য। সেই উদ্দেশ্য সামনে রেখেই প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর