‘মদ-সিগারেটে ডুবে আঁতেল বাঙালী’, ভোটের মুখে বিষ্ফোরক মোদীর আর্থিক উপদেষ্টা, ফুঁসছে জনতা

বাংলা হান্ট ডেস্ক : কবিগুরু রবীন্দ্রনাথ, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে স্বামী বিবেকানন্দর মহান ব্যক্তিত্বদের পিঠস্থান এই বাংলা। বাংলার ইতিহাস নিয়ে আপামর বাঙালির (Bengali) গর্বের শেষ নেই। আর সেই বাঙালিদেরই আক্রমণ করে বসলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব স্যানাল‌ (Sanjeev Sanyal)। তার মতে আজকের বাঙালি কেবল সিগারেট আর মদেই ডুবে থাকে।

ভোটের মুখে বেশ বড়সড় বোমা ফাটিয়েছেন সঞ্জীব স্যানাল। তার দাবি, হালফিলের বাংলার অধঃপতনের জন্য দায়ি এই রাজ্যের সাধারণ মানুষই। তারা কেবল মদ আর সিগারেটের নেশায় মত্ত। বাঙালির দৌঁড় বড়জোর ঐ মৃণাল সেনের ছবি অবধীই। এক পডকাষ্টে এই ভাষাতেই আপামর বাঙালিকে অপমান করে বসেছেন সঞ্জীব স্যানাল।

এইদিন এক পডকাস্টে তিনি বলেন, ‘কোথাও বসে ধূমপান করা, মদের গ্লাসে চুমুক দেওয়াটা যদি আপনার আকাঙ্ক্ষা হয় এবং নিজে কোনও কিছু না করে বাকি দুনিয়ার বিষয়ে জ্ঞান দেওয়াই আপনার কাজ হয়, তাহলে কিছু করার নেই। যদি সেটাই সমাজের লক্ষ্যমাত্রা হয়, মৃণাল সেনের সিনেমা যদি আপনার সমাজের আকাঙ্ক্ষায় পরিণত হয়, তাহলে তখন সেটা নিয়ে অভিযোগ করবেন না।’

আরও পড়ুন : হাতে সময় বড্ড কম, LPG আধার যাচাইয়ের ‘ডেডলাইন’ বেঁধে দিল কেন্দ্র

অর্থনৈতিক উপদেষ্টার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেঁটে পড়েছে আম জনতার একাংশ। সঞ্জীব স্যানালকে একহাত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের (Congress) রাজ্যসভার সাংসদ জহর সরকার। যদিও সঞ্জীব স্যানাল তার বক্তব্যের স্বপক্ষে যুক্তিও খাড়া করেছেন এইদিন। তার মতে, এককালে যে রাজ্যকে বাকি সবাই অনুসরণ করত সেই রাজ্যে এই হারে দুর্নীতির পেছনে আম জনতারই প্রশ্রয় রয়েছে।

আরও পড়ুন : ইউপি জুড়ে জারি ১৪৪! যোগীর জেলে প্রয়াত গ্যাংস্টার-রাজনীতিবিদ আনসারি

screenshot 2022 02 22 at 10 sixteen nine

এইদিন সঞ্জীব স্যানাল বলেন, যে দল ঠিকমত কাজ করতে পারছেনা তাকে বারবার ক্ষমতায় ফিরিয়ে আনার তো কোনও অর্থ হয়না। অন্য কাউকে সুযোগ দিয়ে দেখারও প্রয়োজন আছে বলে মনে করছেন তিনি। তার কথায়, ‘দিনের শেষে মানুষজন সেই নেতাকেই পান, যে নেতা পাওয়ার যোগ্য তারা। আপনি যদি লালুপ্রসাদ যাদবকে (Lalu Prasad Yadav) নির্বাচিত করেন, তাহলে কোনও ফলের আশা করবেন না।’


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর