বাংলা হান্ট ডেস্ক : ভারতীয় টেলিকম বাজারে এইমুহুর্তে একচ্ছত্র রাজত্ব করছে রিলায়েন্স জিও। তার কিছুটা পরেই রয়েছে Bharti Airtel, VI এবং BSNL। তবে যে দুটি সংস্থা সমানে সমানে টক্কর দিচ্ছে তারা হল Jio এবং এয়ারটেল (Bharti Airtel)। এ একে টক্কর দেয় তো ও তাকে। বিশেষ করে মুকেশ আম্বানির জিওকে টেক্কা দেওয়ার জন্য মাঝে মাঝেই চমকপ্রদ সব অফার নিয়ে আসে এয়ারটেল।
সম্প্রতি জিওকে টেক্কা দিতে ফের এক নয়া রিচার্জ প্ল্যান এনে হইচই ফেলে দিয়েছে এয়ারটেল। বলা ভালো, দেশের বৃহত্তম টেলিকম সংস্থাকে এক ধাক্কায় চিন্তায় ফেলে দিয়েছে এয়ারটেল। বছরের শুরুতেই জোর টেক্কা দিতে শুরু করেছে জিওকে। ইউজারদের মতে, এয়ারটেলের এই নয়া অফার জিওর ঘুম ওড়ানোর জন্য যথেষ্ট।
উল্লেখ্য, এয়ারটেলের নতুন যে প্ল্যানটির কথা বলা হচ্ছে সেটি হল ৩৯ টাকার। মাত্র ৩৯ টাকাতেই মিলবে আনলিমিটেড ডেটা প্ল্যান। হ্যাঁ, মাত্র ৩৯ টাকা রিচার্জ করলেই পেয়ে যাবেন আনলিমিটেড ডেটা। তবে এই ভ্যালিডিটি থাকবে কেবল একদিনের জন্যেও। যদিও ইউজারদের মতে, একদিনের জন্য হলেও এই ডেটা প্ল্যান ইউজারদের জন্য যথেষ্ট লাভজনক।
আরও পড়ুন : মুর্শিদাবাদে গ্যাস সিলিন্ডারে ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর আহত ১১ শিশু, আতঙ্ক এলাকায়
কারণ, এমনটা হামেশাই হয়ে থাকে যে, হঠাৎ ইন্টারনেট শেষ হয়ে গেল এবং আচমকাই ডেটার প্রয়োজন পড়ে গেল। সেক্ষেত্রে ইউজাররা মূলত ১ বা ২ জিবির অ্যাড অন রিচার্জ করে থাকেন। সেইসব ইউজারদের জন্যেই ধামাকা অফার নিয়ে এল এয়ারটেল। মাত্র ৩৯ টাকা রিচার্জ করলেই আপনি পেয়ে যাবেন আনলিমিটেড ডেটা। সেক্ষেত্রে আপনি কাজ শেষ করে সিনেমা, ওয়েব সিরিজও দেখে নিতে পারবেন।
আরও পড়ুন : লাটে উঠল ব্যবসা, সোয়া কোটি টাকায় বিক্রি হল সিনেমা হল! তৈরি হবে বিরাট মাদ্রাসা
উল্লেখ্য যে, ৪৯ এবং ৭৯ টাকার আরও দুটি রিচার্জ প্ল্যান এনেছে এয়ারটেল। ৪৯ টাকার এই প্ল্যানটিতে গ্রাহকরা পাবেন Wynk Music Premium সাবস্ক্রিপশন এবং একদিনের জন্য আনলিমিটেড ডেটা। এবং ৭৯ টাকার প্ল্যানটিতে মিলবে দু’দিনের আনলিমিটেড ডেটা। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো যে, এই প্ল্যানটি উপলব্ধ করতে হলে থাকতে হবে একটি বৈধ রিচার্জ প্ল্যাধ। এবং এই তিনটি রিচার্জ প্ল্যানে ২০ জিবি অবধি হাইস্পিড ডেটা মিলবে এবং ২০ জিবি শেষ হয়ে যাওয়ার পর ডেটা স্পিড কমে দাড়াবে ৬৪ কেবিপিএস।