‘ড: ভূপেন হাজারিকা ব্যতিক্রম সমন্বয় পুরস্কার’ পেলেন সত্যম রায়চৌধুরী

বাংলাহান্ট ডেস্ক : নতুন পালক শিল্পোদ্যোগী সত্যম রায়চৌধুরীর মুকুটে। এই বছরের ‘ভারতরত্ন ড: ভূপেন হাজারিকা ব্যতিক্রম আন্তর্জাতিক পুরস্কার পেলেন সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের আচার্য সত্যমবাবু। ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মান পলেন তিনি।

এই সম্মান উপলক্ষে অসমের গুয়াহাটিতে অনুষ্ঠিত একটি সভায় অসমিয়াদের সঙ্গে বাঙালিদের আত্মিক কথা উল্লেখ করে সত্যম রায়চৌধুরী। তিনি আরও জানান কলকাতার সঙ্গে গুয়াহাটি সাংস্কৃতিক সেতু যাতে আরও শক্তিশালী হয় তার জন্য আপ্রাণ প্রচেষ্টা করবেন।

   

ভূপেন হাজারিকার জন্মদিনে নানান অনুষ্ঠান চলছে অসম জুড়ে। গুয়াহাটির পাঁচতারা হটোলের অনুষ্ঠানে হাজির ছিলেন অনেক গণ্যমান্য ব্যক্তি। কিন্তু এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ভূপেন হাজারিকার নামের পুরস্কার প্রদান। সেখানেই সম্মানিত হন শিল্পদ্যোগী সত্যম রায়চৌধুরী।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর