বাংলা হান্ট ডেস্কঃ দুদিন আগেই মিটেছে ভোট। এরই মধ্যে বিজেপির বুথ সভাপতির (BJP booth president) রহস্য মৃত্যুকে (Mysterious Death Case) ঘিরে উত্তেজনা বর্ধমানের মন্তেশ্বরের সেলিয়া গ্রামে। বৃহস্পতিবার সকালে বাড়ি সংলগ্ন গোয়ালঘর থেকে অভিজিৎ রায় নামের বিজেপির ওই বুথ সভাপতির ঝুলন্ত নিথর দেহ উদ্ধার হয়েছে। এবারের ভোটে তিঁনি বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের (Dilip Ghosh) পোলিং এজেন্ট ছিলেন বলে জানা গিয়েছে।
বিজেপির অভিযোগ, ওই বুথ এজেন্টকে মেরে ঝুলিয়ে দিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। খুনের অভিযোগ তুলে বিক্ষোভে নেমেছে গেরুয়া শিবির। ওদিকে অভিযোগ অস্বীকার শাসকদলের। তাদের পাল্টা দাবি, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা করেছেন ওই বিজেপি কর্মী।
জানা গিয়েছে যেখানে বিজেপি কর্মীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে সেখানে মাটি থেকে তাঁর পায়ের দূরত্ব ছিল মাত্র চার আঙুল। কী করে এটা আত্মহত্যা? প্রশ্ন তুলছে গেরুয়া শিবির। বিজেপির অভিযোগ বেশ কিছুদিন ধরেই ওই কর্মীকে হুমকি দেওয়া হচ্ছিল। ভোটের আগেও তাঁকে প্রাণে মারার হুমকি দেয় তৃণমূলের লোকের। আজ তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার।
আরও পড়ুন: ‘সব প্রমাণ ওই CCTV-তে আছে…’, জামিন পেয়েই কী ‘ফাঁস’ করলেন জীবনকৃষ্ণ? শোরগোল
বৃহস্পতিবারের এই ঘটনা ঘিরে উত্তপ্ত বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মন্তেশ্বর এলাকা। সকালে মন্তেশ্বর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকেরা। ঘটনাকে ঘিরে ক্রমেই বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। মৃত বিজেপি কর্মীর পরিবারের দাবি, পোলিং এজেন্ট হওয়ার পর থেকেই অভিজিৎকে হুমকি দেওয়া হচ্ছিল। বুধবার রাতে গ্রামে একটি অনুষ্ঠান গিয়েছিলেন ওই কর্মী। তারপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর এদিন সকালে বাড়ি সংলগ্ন গোয়ালঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।