পঞ্চায়েতের আগে বড় বার্তা বঙ্গ বিজেপির! ‘সাগরদিঘির’ পরেই এই একটি বিষয়ে সহমত তিন মহারথী

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote)। আটঘাট বেঁধে ইতিমধ্যেই যুদ্ধের ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। পাখির চোখ পঞ্চায়েত ভোট। অন্যদিকে, দিন কয়েক আগে তৃণমূলকে হারিয়ে সাগরদিঘি (Sagardighi) জয় করেছে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। এই আবহেই এবার সরাসরি জোটের বার্তা দিল বঙ্গ বিজেপি (Bengal BJP)।

প্রসঙ্গত, সাগরদিঘি উপনির্বাচনের ফলাফল সামনে আসতেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। একদিকে লাল বাহিনীর সমর্থনে কংগ্রেসের জয়। পাশাপাশি বিজেপিরও পরোক্ষে সমর্থনের ইঙ্গিত দিয়েছেন কংগ্রেসের অধীর চৌধুরী (Adhir Chowdhury)। তার মন্তব্য, ‘সাগরদিঘিতে বামেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছি। বিজেপিরও কিছু লোক ভেবেছেন কংগ্রেস বেস্ট অপশন। কংগ্রেসকে ভোট দেওয়া উচিত’।

প্রদেশ কংগ্রেস সভাপতির এই মন্তব্যে যখন জল্পনা বাধঁতে শুরু করেছে ঠিক সেই সময় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর (Soumitra Khan) গলায় প্রকাশ্যে সরাসরি জোটের বার্তা। তিনি বলেন, “জনগণ দেখিয়ে দিয়েছে সাগরদিঘিতে। আমার কথা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে আমরা সবাই। আমরা বলব তৃণমূলকে হারাতে সবাই এক যোগে ভোট দিন”।

bjp cpm congress

প্রসঙ্গত, সৌমিত্রই প্রথম নয়, এর আগে জোটের বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) সহ বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের গলাতেও (Sukanta Majumder)। সম্প্রতি সুকান্তবাবু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেন,’ যেখানে আমাদের ভোটার নেই সেই জায়গায় পঞ্চায়েতে আমরা প্রার্থী নাও দিতে পারি। নিচু তলার মানুষজন ঠিক করবে কাকে ভোট দেবেন’।

পাশাপাশি জোটের বার্তা শোনা গিয়েছে বঙ্গ বিজেপির অন্যতম প্রধান সৈনিক শুভেন্দু অধিকারীর গলাতেও। তার বক্তব্য,’মানুষ তৈরি আছে। বাম, কংগ্রেস আগে বলুক, নো ভোট টু মমতা। তারপর মানুষের ওপর ছেড়ে দিন যে কাকে তারা সমর্থন করবে’। তবে কী পঞ্চায়েতের আগে শাসকদলকে টাইট দিতে একজোট হবেন বিরোধীরা? এমন প্রশ্নই কিন্তু এখন চারা দিচ্ছে রাজনীতির অন্দরে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর