BanglaHunt : প্রায় ২৫ লক্ষ টাকা আর্থিক প্রতারণার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার বিজেপি নেতা। অভিযুক্ত নন্দলাল সেনাপতি কে আজ তোলা হবে হাওড়া জেলা দায়রা আদালতে।
জানা গিয়েছে উত্তর হাওড়ার ৬ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে একাধিক মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন নন্দলাল সেনাপতি । প্রতারিত অর্থের পরিমাণ ২৫ লক্ষ টাকারও বেশি । গতকাল রাতে মালিপাঁচ ঘোড়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে । তার বিরুদ্ধে আইপিসি ৪২০ ও ৪০৬ ধারা মামলা রুজু করা হয়েছে ।
এলাকাবাসীর দাবি অভিযুক্ত যথাযথ শাস্তি হোক এবং অবিলম্বে প্রতারিত অর্থ ফেরত দেবার ব্যবস্থা করুক প্রশাসন।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার