বাংলা হান্ট ডেস্কঃ ওয়াকফ সংশোধনী আইন বিরোধী (WAQF Protest) প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। এই অশান্তির আবহেই সামশেরগঞ্জের জাফরাবাদে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে খুন করা হয়। সম্পর্কে তাঁরা বাবা-ছেলে। এবার সেই পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার তাঁদের পরিবারের হাতে ১০ লক্ষ ১ হাজার টাকা তুলে দিলেন নন্দীগ্রামের বিজেপি (BJP) বিধায়ক।
শুভেন্দুর (Suvendu Adhikari) সামনে বিএসএফ ক্যাম্প তৈরির দাবি জানান গ্রামের মহিলারা
চলতি এপ্রিল মাসের মাঝামাঝি নাগাদ তেতে উঠেছিল মুর্শিদাবাদ। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ‘নবাবের শহরে’র হিংসা বিধ্বস্ত এলাকাগুলিতে যেতে চাইলে পুলিশি অনুমতি পাননি রাজ্যের বিরোধী দলনেতা। জল গড়ায় উচ্চ আদালত অবধি। হাইকোর্ট জানায়, সামশেরগঞ্জ যেতে পারবেন বিজেপি বিধায়ক, তবে কোনও জমায়েত করতে পারবেন না।
সেই মতো এদিন সামশেরগঞ্জ পৌঁছন শুভেন্দু। তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। এদিন ট্রেনে করে ধুলিয়ান গঙ্গা স্টেশনে যান রাজ্যের বিরোধী দলনেতা। এরপর সেখান থেকে সামশেরগঞ্জে আক্রান্তদের বাড়িতে উপস্থিত হন।
আরও পড়ুনঃ বাতিল হয়েছে ২৬,০০০ চাকরি! এর মধ্যে বড় সিদ্ধান্ত নিল সরকার, জারি বিজ্ঞপ্তি
এদিন হরগোবিন্দ ও চন্দনের পরিবারের সঙ্গে দেখা করেন নন্দীগ্রামের বিধায়ক। তাঁর সামনে কান্নায় ভেঙে পড়েন দাস পরিবারের সদস্যরা। এদিন তাঁদের হাতে ১০ লক্ষ ১ হাজার টাকা তুলে দেন বিরোধী দলনেতা।
পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, ‘এখনও ভীষণ আতঙ্কিত হয়ে রয়েছে পরিবারটি। গ্রামের অবস্থাও ভয়াবহ। পরিবারের একটাই দাবি, এনআইএ তদন্ত হোক। ওনারা মুখ্যমন্ত্রীর টাকা ফিরিয়ে দিলেও আমার টাকা গ্রহণ করেছেন, এটাই পরম প্রাপ্তি। মুখ্যমন্ত্রী ব্রাত্য, বিরোধী দলনেতাকে গ্রহণ করা হয়েছে। হিন্দুদের জন্য আমরা সঠিক পথে রয়েছি, প্রমাণ হয়ে গিয়েছে’।
এদিন হিংসা-বিধ্বস্ত এলাকার বেশ কিছু বাড়িঘর পরিদর্শন করেন শুভেন্দু (Suvendu Adhikari)। তাঁর কাছে এদিন বিএসএফ ক্যাম্প তৈরির দাবি জানান গ্রামের মহিলারা। সেখানে যাতে স্থায়ী ক্যাম্প তৈরি করা যায়, তার আশ্বাস দেন বিজেপি বিধায়ক।