এবার প্রকাশ্যে টেন্ডার দুর্নীতি মামলা! ধৃত শুভেন্দু-ঘনিষ্ঠ হলদিয়ার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদক

বাংলা হান্ট ডেস্কঃ ফের প্রকাশ্যে আরেক দুর্নীতি কাণ্ড। তবে নিয়োগ দুর্নীতি নয়! টেন্ডার দুর্নীতি (Tender Case)। এবার অটো-ট্রেকার স্ট্যান্ডে দুর্নীতি কাণ্ডে গ্রেফতার শুভেন্দু ঘনিষ্ঠ হলদিয়ার প্রাক্তন পৌর চেয়ারম্যান শ্যামল আদক (Shyamal Adak)। দীর্ঘদিন যাবৎ তার বিরুদ্ধে গ্রফতারি পরোয়ানা জারি ছিল। এরপরেও গ্রেফতার হল শ্যামল।

হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদক। শনিবার রাতে অটো-ট্রেকার স্ট্যান্ড দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করল সুতাহাটা থানার পুলিস। জানা গিয়েছে, এই হলদিয়া পুরসভায় শ্যামলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ দায়ের করা হয়েছিল। তার সাথেই পরবর্তীতে দায়ের হয় টেন্ডার দুর্নীতির মামলা।

   

প্রসঙ্গত, সুতাহাটা থানা এলাকায় এই টেন্ডার দুর্নীতির মামলায় কাউন্সিলর সত্যব্রত দাস সহ আরও দুজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। এবার সেই তালিকায় যুক্ত হল শ্যামল এর নাম। উল্লেখ্য, প্রথমে শাসক দলের কর্মী হলেও পরবর্তীতে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন শ্যামল।

shyamal adak

অন্যদিকে, দীর্ঘদিন যাবৎ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। তিনি ফেরার ছিলেন বলেও সূত্রের খবর । কলকাতা হাইকোর্টের নির্দেশিকার পরে থানায় সে হাজিরা দেন তিনি গত মাসে। কোর্ট এর আগে জানিয়েছিল যে শ্যামল আদককে চেয়ারম্যান থাকাকালীন যে মামলায় পরোয়ানা জারি করা হয়েছিল তাতে তাকে গ্রেফতার করা যাবে না। তিনি অসহযোগিতা করলে সেক্ষেত্রে কোর্ট তার নির্দেশ তুলে নেবে বলেও জানা যায়। হাইকোর্টের রক্ষাকবচ থাকার পরেও শ্যামল গ্রেফতারির ঘটনা কতটা আইনসঙ্গত সেটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

বিজেপির অভিযোগ, অনৈতিকভাবে শ্যামল আদককে গ্রেফতার করেছে পুলিশ। চাপের মুখে পরেই তাকে গ্রেফতার করা হয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেছে বিজেপি শিবির। অন্যদিকে, শ্যামলকে সম্পূর্ণ পৃথক মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সূত্রের খবর, আজই হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে শ্যামল আদককে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর