বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন লোকসভা নির্বাচন। শাসক থেকে বিরোধী বর্তমানে সকল দলের প্রস্তুতি তুঙ্গে। ভোটের আগে চলছে সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দেওয়ার পালা। এরই মধ্যে এবার লোকসভা নয় ২০২৬ সালের বিধানসভা নির্বাচন নিয়ে বিরাট ঘোষণা বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)।
সোমবার মুর্শিদাবাদ থেকে সুকান্ত বলেন, ২০২৬ সালে বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বাংলায় ‘অন্নপূর্ণা প্রকল্প’ (Annapurna scheme) চালু করা হবে। আর রাজ্যের রোজগারহীন মহিলাদের হাতে নগদ দু’হাজার টাকা তুলে দেওয়া হবে। এমনই প্রতিশ্রুতি দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
এদিন রাজ্যের দুর্নীতি সহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে জোর আক্রমণ শানান সুকান্ত মজুমদার। ফের নেতার মুখে উঠে আসে সন্দেশখালির প্রসঙ্গ। সাফ মাথায় সুকান্ত বলেন, সন্দেশখালিতে ইডি অফিসারদের উপর হামলার ঘটনায় রাজ্য কোনও পদক্ষেপ না করলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এতে হস্তক্ষেপ করবে।
আরও পড়ুন: ‘বৃহত্তর স্বার্থ জড়িত…’, প্রাথমিকের মামলা ছেড়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, শোরগোল
একাধিক দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারকে সরাসরি তোপ দেগে সুকান্ত বলেন, ‘গ্রামের মানুষেরা চরম দারিদ্রতায় দিন কাটাচ্ছে। ঠান্ডার কাপড় কেনার জন্য মানুষের কাছে টাকা নেই। গোটা রাজ্য দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলছে। ”
আরও পড়ুন: পাঁশকুড়ার লক্ষ্মণের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করল ED, এর পরিচয় জানলে চমকে যাবেন
শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি নিয়েও প্রশ্ন তোলেন সুকান্ত। বলেন, “পুরো শিক্ষা দফতরটাই কারাগারে। একেক জনকে কারাগারে যেতে দেখে সবাই রীতিমতো কাঁপছে।” শুধু তাই নয়, এরপর বিস্ফোরক মন্তব্য করে সুকান্ত বলেন, “তৃণমূল কংগ্রেস এত বড় দুর্নীতিতে লিপ্ত যে তাতে মহাভারত লেখা যেতে পারে।”