বাংলাহান্ট ডেস্ক: ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra) মুক্তির দিন যত এগিয়ে আসছে ততই ছবি নিয়ে জল্পনা, চর্চা বাড়ছে। রণবীর আলিয়ার এই ছবির উপরে অনেকেই আশা করে রয়েছেন, ব্রহ্মাস্ত্র বলিউডের ফ্লপের খরা কাটিয়ে ব্যবসায় জোয়ার আনবে। বয়কট বাহিনীর বিরুদ্ধে শক্তি প্রদর্শন করতে তৈরি বলিউড। কিন্তু ফিল্ম বিশেষজ্ঞরা কী বলছেন ব্রহ্মাস্ত্র নিয়ে?
উল্লেখ্য, অ্যাডভান্স টিকিট বুকিংয়ে তিনটি মাল্টিপ্লেক্স চেনে ইতিমধ্যেই ২৫ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে ব্রহ্মাস্ত্রর। ভুললে চলবে না, এই ছবির বিরুদ্ধেও কিন্তু নেটপাড়ায় বয়কটের ডাক তুঙ্গে। তা সত্ত্বেও ব্রহ্মাস্ত্র প্রত্যাশার থেকেও ভাল সূচনা করেছে। বয়কটকারীরা এখনো সক্রিয়। কিন্তু ব্রহ্মাস্ত্র দেখার জন্য দর্শকদের আগ্রহও লক্ষণীয়।
প্রতি ঘন্টায় ছবির টিকিটের আগাম বুকিংয়ের সংখ্যা বাড়ছে। সমস্ত দিক মাথায় রেখে ফিল্ম বিশেষজ্ঞরা বলছেন, প্রথম দিনে আনুমানিক ২০-২২ কোটি টাকার ব্যবসা করতে পারে ব্রহ্মাস্ত্র। চলতি বছরে যেকটি বলিউড ছবি মুক্তি পেয়েছে সেই সবকটির থেকে এই সংখ্যা বেশি। যদি সত্যিই এত কোটি টাকা তুলতে পারে ব্রহ্মাস্ত্র, তবে তা এ বছরের সবথেকে বড় ওপেনার হতে পারে। সেই সঙ্গে বলিউডের সুখের দিনও ফিরিয়ে আনতে পারে ব্রহ্মাস্ত্র।
করোনা পরবর্তীকালেও প্রাক টিকিট বুকিংয়ের ক্ষেত্রে অন্য সব ছবিকে ছাপিয়ে গিয়েছে ব্রহ্মাস্ত্র। অয়ন মুখার্জি পরিচালিত এই ছবির উপরে অনেকেই বাজি ধরে বসে রয়েছেন। আলিয়া ভাটের শেষ ছবি গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি হিট হয়েছে। কিন্তু রণবীরের শামশেরা ফ্লপ। অফস্ক্রিন স্বামী স্ত্রী পর্দায় ম্যাজিক দেখাতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষা।
৪০০ কোটিরও বেশি বাজেটের ছবি ব্রহ্মাস্ত্র। এদিকে মুক্তির আগেই ক্ষতির মুখ দেখেছেন নির্মাতারা। হায়দ্রাবাদে সম্প্রতি শো বাতিল হয়ে যাওয়ায় কয়েক কোটি টাকা ক্ষতি হয় নির্মাতাদের। অতিরিক্ত জন সমাগমের জন্য শেষ মুহূর্তে নাকি শোয়ের অনুমতি বাতিল করে দেয় হায়দ্রাবাদ পুলিস। জানা যাচ্ছে, নির্মাতারা ১০-২০ হাজার জনতার হিসেব জানিয়ে অনুমতি আদায় করেছিল। কিন্তু একই মঞ্চে এতজন তারকাকে দেখার জন্য প্রায় ৩০ হাজার ভক্ত জড়ো হয়। আর তাতেই বাতিল হয়ে যায় শো।