Jio-Airtel এর মাথায় হাত! ২০২৪ সালেই দেশজুড়ে বিশেষ পরিষেবা শুরু করবে BSNL, গ্রাহকদের জন্য বড় চমক

বাংলা হান্ট ডেস্ক : রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম সংস্থা হল Bharat Sanchar Nigam Limited। এই টেলিকম ব্যবস্থা ৩১শে মার্চ ২০২৪-এর মধ্যে দেশে একটি বড় পরিবর্তন আনতে চলেছে। ২০২৪ সালের শেষের দিকে, ভারত সঞ্চার নিগম লিমিটেড দেশের সমস্ত ল্যান্ডলাইনকে ব্রডব্যান্ড কানেকশনে রূপান্তর করবে। সামনের বছর মার্চ মাস থেকে শহর ও গ্রামগুলিতে ল্যান্ডলাইন নম্বরের জন্য ব্রডব্যান্ডের ব্যবহার শুরু করা হবে। তারপর থেকেই গ্রামের স্কুল,কলেজ, হাসপাতাল, পঞ্চায়েত ভবন এবং সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলিতে ১০০ টাকা থেকে ২৫০ টাকা মাসিক খরচে ইন্টারনেট পরিষেবা দেওয়া হবে।

এই ইন্টারনেট পরিষেবার জন্য গ্রাহকদের কাছ থেকে BSNL প্রতিমাসে ১০০ থেকে ২৫০ টাকা চার্জ করবে। এতে ইন্টারনেট ও কলিং সুবিধা থাকবে বিনামূল্যে। এই পরিষেবাটি দিল্লি, মুম্বাই, পাটনা, লখনউ, ভোপাল, রায়পুর, এবং জয়পুরের মতো দেশের অন্যান্য শহরেও শুরু করা হবে। BSNL তার ব্রডব্যান্ডে আনুমানিক ১০০ গতি প্রদান করবে।

আগামী ২০২৪ এর মার্চের মধ্যে দেশের সমস্ত ল্যান্ডলাইন পরিষেবায় বড় বদল আনতে চলেছে BSNL। সূত্রের খবর, দেশের সমস্ত ল্যান্ডলাইন পরিষেবাকে এবার ব্রডব্যান্ড কানেকশনে বদলাতে চলেছে সংস্থাটি।

BSNL-এর ভুজ রেঞ্জের জিএম মনোজ কুমার বলেছেন, ‘সমস্ত ল্যান্ডলাইন নম্বরগুলি এখনোও তামার লাইনের সাথেই সংযুক্ত। বিএসএনএল এটিকে এখন ব্রডব্যান্ডে রূপান্তর করছে’। তিনি একথাও বলেছেন, ‘২০২৪ সালের ৩১শে মার্চের মধ্যে দেশের সব অংশ ফাইবার নেটওয়ার্কের আওতায় আসবে। তারপরে গ্রামগুলিতেও ইন্টারনেট ব্যবস্থা চালু করা হবে’।

BBNL অর্থাৎ ভারত ব্রডব্যান্ড নিগম লিমিটেড সারা দেশে ফাইবার নেটওয়ার্ক স্থাপনের কাজ করেছে। দেশের প্রতিটি গ্রামে নেটওয়ার্ক ফাইবার পৌঁছানো হচ্ছে। এই প্রকল্পটির খরচ প্রায় ৩ লক্ষ কোটি টাকার মতো। এই ফাইবার সংযোগের ফলে ইন্টারনেটের গতি বাড়বে তার সাথে সাথেই গ্রামে চিকিৎসা, শিক্ষাসহ অন্যান্য কাজ করা আরও সহজ হয়ে উঠবে।

ad

সম্পর্কিত খবর