বাংলা হান্ট ডেস্ক: গত মার্চ মাসেই রাজ্যে (West Bengal) ইস্ট-ওয়েস্ট মেট্রো (East-West Metro) করিডোরের (গ্রিন লাইন) হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত বাণিজ্যিক পরিষেবা শুরু হয়ে গিয়েছে। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হয়েছেন যাত্রীরা। যদিও, এই বিশেষ পরিষেবার ফলে যাত্রীদের সুবিধা হলেও কপাল পুড়েছে অ্যাপ ক্যাব চালকদের। কারণ, উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে যাত্রী সংখ্যা। এমনকি পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে গিয়েছে যে, যাত্রীদের সংখ্যা হঠাৎ কমে যাওয়ায় কমে গিয়েছে অ্যাপ ক্যাবের ভাড়াও।
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, কিছু কিছু ক্ষেত্রে পূর্বের ভাড়ার তুলনায় প্রায় ৪০ শতাংশ ভাড়া কমে গিয়েছে। যার ফলে যথেষ্ট আশঙ্কায় রয়েছেন অ্যাপ ক্যাব চালকরা। পাশাপাশি, তাঁরা এটাও অনুমান করেছেন যে পূর্বের ভাড়া হয়তো আর ফিরবে না। এদিকে, হাওড়া ময়দান থেকে শুরু করে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত সমগ্র অংশ জুড়ে মেট্রোর বাণিজ্যিক পরিষেবার ফলে আরও সমস্যায় পড়বেন তাঁরা। এমতাবস্থায়, সামগ্রিক অবস্থার পরিপ্রেক্ষিতে, যে অংশগুলিতে মেট্রোর সংযোগ নেই এখন সেগুলির দিকেই তাকিয়ে রয়েছেন চালকরা।
এদিকে, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হলে বাস, ট্যাক্সির গণপরিবহণের বিভিন্ন মাধ্যমগুলিতে প্রত্যক্ষভাবে ধাক্কা খাবে সেটা কার্যত অনুমান করা গিয়েছিল। আর এর কারণটাও বেশ স্পষ্ট। কারণ, মেট্রোর ক্ষেত্রে ভাড়ার পরিমাণ অত্যন্ত কম। পাশাপাশি সফরের ক্ষেত্রে মেলে বেশি স্বাচ্ছন্দ্য। এছাড়াও, নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাওয়া যায় দ্রুত। এমতাবস্থায়, হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যাত্রীরা খুব সহজেই হাওড়া মেট্রো স্টেশনে ঢুকে সেখান থেকে মাত্র দশ টাকা খরচ করে চলে আসতে পারেন এসপ্ল্যানেড।
আরও পড়ুন: পর্যটকদের জন্য দুর্দান্ত পদক্ষেপ! এবার সস্তায় ঘুরে আসুন ভুটান, সরকার দিচ্ছে বিশেষ সুবিধা
এদিকে, সেখান থেকে নর্থ-সাউথ করিডোর অর্থাৎ ব্লু লাইনের মেট্রো ধরে সরাসরি পৌঁছে যাওয়া যায় দক্ষিণেশ্বর অথবা নিউ গড়িয়ার দিকে। অর্থাৎ এই পুরো গন্তব্য সফরের ক্ষেত্রে খরচ থাকবে ৫০ টাকার মধ্যে। কিন্তু এবারে আমরা যদি অ্যাপ ক্যাবের ভাড়ার দিকে তাকাই তাহলে দেখা যাবে যে হাওড়া স্টেশন থেকে নিউ গড়িয়া যেতে ভাড়ার পরিমাণ প্রায় ৮০০ টাকা। এছাড়াও, হাওড়া থেকে রাসবিহারী যাওয়ার ক্ষেত্রে খরচ ৫০০ টাকা। এছাড়াও শ্যামবাজার যেতে খরচ পড়বে ২০০ টাকা। যেটি মেট্রোর ভাড়ার তুলনায় বহুগুণ বেশি।
আরও পড়ুন: পাকিস্তানিদের জন্য ফের দেবদূত হয়ে উঠল ভারতীয় নৌসেনা! জরুরি বার্তা পেয়েই বাঁচাল জীবন
তবে, এর আগে যেমন হাওড়া থেকে এসপ্ল্যানেডে অ্যাপ ক্যাবে যেতে ২৫০ টাকা মতো খরচ হতো এখন সেটা অনেকটাই কমে গিয়েছে। এমতাবস্থায়, অ্যাপ ক্যাবের চালকরা জানিয়েছেন যে, যাত্রীদের কাছে দু’একটি বড় লাগেজ থাকলেও তাঁরা মেট্রোকে বেছে নিচ্ছেন। আর নিত্যযাত্রীরা তো মেট্রোর দিকেই ঝুঁকেছেন। শুধুমাত্র প্রচুর ব্যাগ পত্র থাকলেই সেক্ষেত্রে উপায় না পেয়ে যাত্রীরা অ্যাপ ক্যাবের দ্বারস্থ হচ্ছেন। এদিকে, প্রায়শই অ্যাপ ক্যাবে এসি চালানো নিয়েও যাত্রী এবং চালকদের মধ্যে বচসার বিষয়টি সামনে আসে। কিন্তু মেট্রোয় এই সমস্যারও সমাধান হয়ে গিয়েছে। তাই প্রবল গরমে, এসির হাওয়াতেই সফর করার দিকে ঝুঁকছেন অধিকাংশ যাত্রী।