বাংলা হান্ট নিউজ ডেস্ক:দীর্ঘদিন পরে ফের একবার ডার্বির আমেজ টের পাচ্ছে শহর কলকাতা। দুই বছরেরও বেশি সময় পরে ভরা গ্যালারিতে মুখোমুখি হচ্ছে লাল হলুদ এবং সবুজ মেরুন। সমর্থকদের এই ম্যাচ নিয়ে আবেগের অন্ত নেই। ইতিমধ্যেই টিকিটের হাহাকার থেকে শুরু করে লাল হলুদ বা সবুজ মেরুন পতাকা নিয়ে সমর্থকদের মিছিল, ঠিক যেন দুই বছর আগের পরিস্থিতি ফের ফিরে পেয়েছে বাংলার ক্রীড়াপ্রেমীরা। আপাতত কোন দল খাতায়-কলমে এগিয়ে সেই পরিসংখ্যান অর্থহীন হয়ে পড়েছে সমর্থকদের আবেগের সামনে।
খাতায়-কলমে যে এটিকে মোহনবাগান অনেকটাই এগিয়ে তাতে কোন সন্দেহ নেই। এখন অবধি ইস্টবেঙ্গলের সঙ্গে সাক্ষাতে অপরাজিত রয়েছে তারা। শেষ দুই বছরে আইএসএল এর মঞ্চে একটি ম্যাচে তারা হাড়ের মুখ দেখেনি ইস্টবেঙ্গল এর বিরুদ্ধে। যদিও চলতি টুর্ণামেন্টে এখন অন জয়ের দেখা পায়নি তারা। ডুরান্ডে দুটি ম্যাচ খেলে দুটিতেই এগিয়ে গিয়েও জয় হাতছাড়া করেছে জুয়ান ফের্নান্দোর ছেলেরা। আশিষ রাই, লিস্টন কোলাসোরা ভালো ফুটবল খেললেও দল জয়ের দেখা যাচ্ছে না। তবে আজকেই চিরপ্রতিদ্বন্দ্বী রায়ের বিরুদ্ধে প্রথম জয় তুলে নিতে চাইবে সবুজ-মেরুন শিবির।