বাংলাহান্ট ডেস্ক : আজকাল অনেকেই চাইছেন ব্যবসার মাধ্যমে নিজের ক্যারিয়ার তৈরি করতে। তবে ব্যবসা শুরু বা প্রসারিত করার জন্য প্রধান সমস্যা হয়ে দাঁড়ায় পুঁজি। দেশের যুবসমাজকে কর্মসংস্থানের দিশা দেখাতে কেন্দ্রীয় সরকার (Central Government) ২০১৫ সালে লঞ্চ করে দুর্দান্ত একটি স্কিম (Scheme)।
কেন্দ্রীয় সরকারের (Central Government) দুর্দান্ত স্কিম
এই স্কিমের অধীনে ঋণ প্রদান করা হয়ে থাকে কর্পোরেট ও অকৃষিমূলক কাজের জন্য। ব্যবসায় বিনিয়োগ বা কার্যকরী মূলধন হিসেবে ব্যবহার করা যেতে পারে PMMY ক্রেডিট। উৎপাদন, বাণিজ্য, সেবা খাত ও পোল্ট্রি, ডেয়ারি, মৌমাছি পালন ইত্যাদি ক্ষুদ্র ব্যবসার জন্য এই প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকার (Central Government) ঋণ প্রদান করে থাকে।
মুদ্রা ঋণ পাওয়ার জন্য ভিজিট করতে হবে জন সমর্থ পোর্টাল। ‘স্কিম’ ড্রপডাউন মেনু থেকে ক্লিক করতে হবে ‘ব্যবসায়িক কার্যকলাপ ঋণ’ অপশনে। সেখান থেকে বেছে নিতে হবে ‘প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা’ বিকল্পটি।আপনার সমস্ত তথ্য প্রদান করার পর পোর্টাল নির্ণয় করবে ঋণের পরিমাণ। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, হয়ত আপনার প্রকল্পের খরচ ৩ লক্ষ টাকা।
আরোও পড়ুন : রণবীর ছড়ি ঘোরান আলিয়ার উপরে! ঘুড়ির লাটাইটা আসলে কার হাতে? বিষ্ফোরক সত্যি ফাঁস করলেন দিদি ঋদ্ধিমা
আপনি ১ লক্ষ টাকা বিনিয়োগ করতে সক্ষম। তাহলে ২ লক্ষ টাকা পেতে পারেন ঋণ হিসেবে। ‘Calculate Eligibility’-তে ক্লিক করে জেনে নিতে পারেন মাসিক EMI, ঋণের মেয়াদের বিশদ বিবরণ। PAN, মুভমেন্ট রেজিস্ট্রেশন, আধার ব্যবহার করে সারতে হবে ভেরিফিকেশন প্রক্রিয়া। ব্যাঙ্ক স্টেটমেন্টের মাধ্যমে বা আপনার অ্যাকাউন্ট চেক করে জমা দিতে হবে ব্যাংকের তথ্য।
আরোও পড়ুন : ‘বাহা’ চরিত্রে রাতারাতি খ্যাতি, জনপ্রিয়তার শীর্ষে থেকেও হঠাৎ কোথায় হারিয়ে গেলেন রণিতা দাস?
যাবতীয় তথ্য পূরণ করার পর এই পোর্টালের মাধ্যমে আপনাকে দেখানো হবে কোন কোন ব্যাংকের পক্ষ থেকে আপনি ঋণের (Loan) অফার পেয়েছেন। তার সাথেই দেখানো হবে ঋণের সুদ ও বিস্তারিত তথ্য। এখান থেকে আপনি আপনার পছন্দের বিকল্প বেছে নিতে পারেন।
ঋণ অনুমোদন হয়ে গেলে যাবতীয় নথি নিয়ে যোগাযোগ করতে হবে ব্যাংকে। ব্যাংকের পক্ষ থেকে ভেরিফিকেশন সম্পন্ন হলে প্রদান করা হবে ঋণ। শুধুমাত্র ব্যবসা (Business) শুরু করার জন্য নয়, যারা নিজেদের বর্তমান ব্যবসা প্রশস্ত করার চেষ্টা করছেন তারাও আবেদন করতে পারেন প্রধানমন্ত্রী মুদ্রা ঋণে।