“বাবা-মা বেঁচে থাকতে সম্পত্তিতে সন্তানের কোনো অধিকার নেই”! ঐতিহাসিক রায় বোম্বে হাইকোর্টের

বাংলা হান্ট ডেস্ক: এবার বোম্বে হাইকোর্ট একটি বড় সিদ্ধান্তের মাধ্যমে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যে, যতদিন পর্যন্ত বাবা-মা জীবিত থাকবেন, ততদিন পর্যন্ত তাঁদের সম্পত্তিতে সন্তানদের কোনরকম অধিকার থাকবে না। স্বামীর সম্পত্তি বিক্রি করতে চাওয়ার একটি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত জানিয়েছে।

প্রকৃতপক্ষে, আবেদনকারী সোনিয়া খান তাঁর স্বামীর সমস্ত সম্পত্তির আইনি অভিভাবক হতে চেয়েছিলেন। কারণ তাঁর স্বামী দীর্ঘদিন ধরেই অসুস্থ। কিন্তু সোনিয়ার ছেলে আসিফ খান তাঁর মায়ের এই আবেদনে রাজি নন। মূলত, তাঁর বাবার ফ্ল্যাট বিক্রি করার প্রসঙ্গটিকেই, বিরোধিতা করেছেন তিনি। এমতাবস্থায়, তাঁর পক্ষ থেকেও আদালতে আবেদন করা হয়।

   

তবে, এবার এই ঘটনায় মাকে সমর্থন করতে গিয়ে ছেলেকে বড় ধাক্কা দিল বোম্বে হাইকোর্ট। রায় ঘোষণার সময় আদালতের পক্ষ থেকে আসিফকে অনেক কঠিন প্রশ্নও করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য আসিফের মনে করতেন যে, তিনি তাঁর বাবার সম্পত্তির আইনগত অভিভাবক। পাশাপাশি, তিনি জোর দিয়ে জানান যে, তাঁর বাবা-মায়ের দুটি ফ্ল্যাট রয়েছে। একটি রয়েছে মায়ের নামে এবং অন্যটি রয়েছে বাবার নামে। আরও বলা হয়েছিল যে উভয় ফ্ল্যাটই “Shared Household” ক্যাটাগরির অধীনে আসে। এমতাবস্থায়, আসিফ মনে করেছিলেন যে, সেগুলির ওপর তাঁর পূর্ণ অধিকার রয়েছে।

যদিও, এই দাবিগুলি সরাসরি প্রত্যাখ্যান করেছে বোম্বে হাইকোর্ট। বিচারপতি গৌতম প্যাটেল এবং বিচারপতি মাধব জামদারের একটি ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ করেছেন যে, এখনও পর্যন্ত আসিফ এমন একটিও নথি দেখাতে পারেননি যাতে প্রমাণ হয় যে তিনি তাঁর বাবার দেখাশোনা বা যত্ন করেন।

এছাড়াও, আদালত আসিফের সব দাবিকে “তথ্যহীন” বলে অভিহিত করেছে। পাশাপাশি, এটিও স্পষ্ট করা হয়েছে যে, উত্তরাধিকার আইনে এমন কোনো বিষয়ে বলা নেই যে, যতদিন বাবা-মা জীবিত থাকবে ততদিন সন্তানরা তাঁদের সম্পত্তিতে অধিকার দাবি করতে পারবেন।

Bombay High Court 001

যদিও, আসিফের পক্ষ থেকে এটিও বলা হয়েছিল যে, তাঁর মায়ের কাছে অন্য বিকল্প রয়েছে। তাই ফ্ল্যাটটি বিক্রি করার দরকার নেই। কিন্তু আদালত তা সরাসরি খারিজ করে দিয়েছে। পাশাপাশি, আসিফ কেমন প্রকৃতির মানুষ তা তাঁর যুক্তিতেই বোঝা গেছে বলে মনে করছে আদালত। এক কথায় আসিফের বিদ্বেষপূর্ণ মনোভাব আদালতের সামনে স্পষ্ট হয়ে গিয়েছে। অন্যদিকে, আসিফের মাকে বড় স্বস্তি দিয়ে স্বামীর সম্পত্তি বিক্রির নির্দেশ দিয়েছে আদালত।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর