কংগ্রেসকে দুটি আসন ছেড়ে একটিতে প্রার্থী দিয়ে উপনির্বাচনে নতুন রেকর্ড গড়তে প্রস্তুত বামেরা

বাংলা হান্ট ডেস্ক : লোকসভা ভোটে যে মারাত্মক ভুল হয়েছিল সেই ভুলের পুনরাবৃত্তি ঘটাতে চাইছে না বাম কিংবা কংগ্রেস এটাই লোকসভা ভোটে হাত মেলাতে না পারলেও এ বার বিধানসভা উপনির্বাচনে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচনের ময়দানে নামতে চলেছে বাম ও কংগ্রেস৷ তাই তো ভুল থেকে শিক্ষা নিয়ে এ বার সমঝোতার কৌশল অবলম্বন করতে চলেছে বামফ্রন্ট এবং কংগ্রেস৷ এবার বিধানসভা উপনির্বাচনে তিনটি কেন্দ্রে জোট বেঁধে ভোটের ময়দানে নতুন ইতিহাস গড়তে চলেছে বাম কংগ্রেস৷ তাই তো এ বার বিধানসভা উপনির্বাচনে দুটি আসন কংগ্রেসকে ছেড়ে দিয়ে একটি মাত্র আসনে প্রার্থী দিতে চলেছে বামেরা৷left front chairman biman bose west bengal cpi m 907470

যদিও নির্বাচন কমিশনকে বিজ্ঞপ্তি দেওয়ার আগেই দলের অন্দরে এক প্রকার সমঝোতার কৌশল বোঝাপড়া শুরু হয়ে গিয়েছিল৷ সূত্রের খবর খড়্গপুর সদর এবং কালিয়াগঞ্জ আসুন সিপিএম ছাড়ছে কংগ্রেসকে আর শুধুমাত্র করিমপুর আসনে প্রার্থী দিচ্ছে বামেরা৷ আলিমুদ্দিন স্ট্রিটে সূর্যকান্ত মিশ্র সোমেন মিত্র এবং বিমান বসুর বৈঠকে আপাতত এই সিদ্ধান্ত স্থির হয়েছে৷ তাই তো আগামী মাসে বিধানসভা নির্বাচনে হাত হাতুড়ি কাস্তে জোট যে ব্যাপক লড়াই করতে চলেছে তা এক প্রকার বলাই যায়৷

যেহেতু লোকসভা নির্বাচনে রায়গঞ্জের আসন ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়েছিল কিন্তু লোকসভা ভোটে যেহেতু 34 বছরের ইতিহাসের ধারে কাছেও পৌঁছতে পারেনি বামেরা তাই এ বার বিধানসভা নির্বাচনকে কিছুতেই হাতছাড়া করতে চাইছে না বার বসুরা৷ এমনিতেই রাজ্যে সিপিএমের ভরাডুবির কথা ভেবে সিপিআইএম মনে করছেন তাঁরা একা লড়াইয়ের অবস্থায় নেই, তাই তো এই সঙ্গীন অবস্থায় জাতীয় দলের মর্যাদা খোয়ানোর আগে আরও একবার ঘুরে দাঁড়াতে চাইছে সীতারাম ইয়েচুরিরা৷

একই সঙ্গে বিজেপি ও তৃণমূলকে বড়সড় ধাক্কা দিতে চাইছে বামেরা৷ সেতু কালীগঞ্জের বিধানসভা আসন এখন শূন্য কারণ কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যু অন্য দিকে খড়্গপুর সদর ও করিমপুরে দিলীপ ঘোষ ও মহুয়া মৈত্র লোকসভার সাংসদ হয়ে যাওয়ায় আসন দুটি ফাঁকা রয়েছে তাই কংগ্রেসকে দুটি আসন ছেড়ে দিয়ে করিমপুরের সিপিএম প্রার্থী দিতে চলেছে৷

যদিও এখনও অবধি প্রার্থীর নাম ঘোষণা করেনি সিপিএম৷ তবে পশ্চিম মেদিনীপুর ও উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস দুই জেলার দুটো প্রার্থীর জন্য কংগ্রেসের কাছে বিস্তারিত পাঠিয়েছে৷ তাই আসন্ন বিধানসভা উপনির্বাচনে বাম ও কংগ্রেস জোট কতটা সুরাহা করতে পারে তা দেখা কার্যত সময়ের অপেক্ষা৷


সম্পর্কিত খবর