‘আমি ম্যাজিশিয়ান নই যে, উপর থেকে টাকা পড়বে’, বকেয়া DA নিয়ে চাপের মধ্যেই তাৎপর্যপূর্ণ মন্তব্য মমতার

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ একাধিক প্রকল্পের বকেয়া ইস্যুতে কেন্দ্র-রাজ্য সংঘাত আজকের নয়। আবাস যোজনা, গ্রাম সড়ক যোজনা এবং ১০০ দিনের কাজ সহ একাধিক প্রকল্পে বহু বছর ধরে রাজ্যের বরাদ্দ টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার (Central Government)। দুর্নীতি, কারচুপির অভিযোগে ওই সমস্ত প্রকল্পের অর্থ দিচ্ছেনা কেন্দ্র। রাজ্যের নিজের কোষাগারের অর্থ দিয়েই ওই সব প্রকল্প চালাচ্ছে। সেই খরচের হিসেব নিয়ে ফের একবার কেন্দ্র সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

কেন্দ্রকে তোপ মমতার | Mamata Banerjee

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে শাসক শিবিরে। সোমবার উত্তরবঙ্গ সফরে বেরিয়ে পড়েছেন মমতা। সোমবারের কর্মসূচীর পর মঙ্গলবার সরকারি পরিষেবা প্রদান ও একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস কর্মসূচি নিয়ে জলপাইগুড়িতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে দাঁড়িয়েই কেন্দ্রের কাছে কত পাওনা রয়েছে সেই হিসেব দিলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, ”কেন্দ্রের কাছে ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। চার বছর ধরে আবাস, সড়ক আর ১০০ দিনের কাজে টাকা দিচ্ছে না। তার মধ্যেও আমরা করছি।” মমতা বলেন, “আমি ম্যাজিশিয়ান নই যে, উপর থেকে টাকা পড়বে। ‘গুপী গাইন বাঘা বাইন’ সিনেমার মতো নয়। টাকা আসতে হয়। ”

মুখ্যমন্ত্রী আরও বলেন, ”দাঁত থাকতে আমরা অনেকে দাঁতের মর্ম বুঝি না। দাঁতের মর্ম বুঝুন। মমতা ব্যানার্জিকে গালাগাল দিতে গিয়ে সরকারকে অপমান, বাংলাকে অসম্মান এসব করবেন না।” প্রসঙ্গ, বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম নির্দেশের মধ্যেই মমতার এই ‘ম্যাজিশিয়ান’ মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের।

যদিও সোমবার তিন দিনের উত্তরবঙ্গ সফরের উদ্দেশে রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দর চত্বরে দাঁড়িয়ে ডিএ মামলা নিয়ে মমতা বলেছিলেন, “কোর্টের কেসে (বিচারাধীন বিষয়ে) আমি কিছু বলি না। যা করি, তা আইনত করি।”

CM Mamata Banerjee made various announcements from North Bengal

আরও পড়ুন: এক সপ্তাহ ধরে বাতিল একগুচ্ছ ট্রেন, চরম দুর্ভোগের মুখে হাওড়া ডিভিশনের যাত্রীরা

প্রসঙ্গত, ডিএ (Dearness Allowance) মামলায় রাজ্য সরকারি কর্মীদের (State Government Employees) বকেয়া ডিএ’র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ছয় সপ্তাহের পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ দিয়ে দিতে মমতা সরকারকে। সেই নিয়ে তুমুল চাপে রাজ্য সরকার। কারণ এই বকেয়া মেটাতে রাজ্যের আনুমানিক খরচ হতে পারে প্রায় ১২ হাজার কোটি টাকা।

ভিডিও দেখুন: https://youtu.be/8Y7itFJFfv8?si=IVJddMYVau2WNBDE

শুক্রবার ডিএ মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট প্রথমে ৫০ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার কথা বলেছিল। তবে রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি জানান, এই মুহূর্তে ৫০ শতাংশ বকেয়া ডিএ দেওয়া সম্ভব নয়। রাজ্য চালাতে সমস্যা হয়ে যাবে। এরপরই ২৫% মিটিয়ে দেওয়ার কথা বলা হয়।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X