অনুশীলনের সময় সচিনকে কি বলে ডাকতেন অর্জুন, তথ্য ফাঁস করলেন হরভজন

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সচিন পুত্র অর্জুন টেন্ডুলকার আইপিএল ২০২২-এও মুম্বাই ইন্ডিয়ান্সের একজন অংশ। এমতাবস্থায় সকলের দৃষ্টি সর্বদা তার দিকে। চলতি আইপিএল মরশুমের প্রথম পাঁচ ম্যাচেই হেরেছে মুম্বাইয়ের দল। এমন পরিস্থিতিতে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথম একাদশে সুযোগ পেতে পারেন বলে আশা করা হচ্ছিল। কিন্তু এই ঘটনা শেষপর্যন্ত সত্যি হয়নি। দলের ষষ্ঠ ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা।

সচিন টেন্ডুলকার আইপিএল খেলা ছাড়ার পর থেকেই মুম্বাই ইন্ডিয়ান্সের মেন্টর। আইপিএলেও শুধুমাত্র এই দলের হয়েই খেলেছেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং, স্টার স্পোর্টসে ম্যাচ বিশ্লেষণের সময় অর্জুন টেন্ডুলকার সম্পর্কে একটি মজার কথা বলেছেন। তিনি বলেছেন, অনুশীলনের সময় সচিনকে অর্জুন হয় পাপা বা কোচ বলে ডাকতেন। মেন্টর হিসেবে যাদের অনেকবার তার সাহায্য নিতে হতো এটা শুধুমাত্র তারাই জানেন। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বও করেছেন হরভজন সিং।

AAP Harbhajan Singh

লখনউয়ের বিপক্ষে ম্যাচের আগে মুম্বাই ইন্ডিয়ান্স সোশ্যাল মিডিয়ায় অর্জুন টেন্ডুলকারের একটি ছবি শেয়ার করেছে এবং লিখেছে যে “আমাদের মনে কিছু চিন্তা রয়েছে।” তারপর থেকে সমস্ত ভক্তরা অর্জুন আইপিএলে অভিষেক করতে চলেছেন কিনা তা জানতে আগ্রহী ছিলেন। বাঁহাতি ফাস্ট বোলার বোলিংয়ের করার পাশাপাশি তিনি লোয়ার অর্ডারেও ব্যাট করতে পারেন। তার টি-টোয়েন্টি কেরিয়ারের কথা বলতে গেলে, ২২ বছর বয়সী অর্জুন এখন পর্যন্ত ঘরোয়া স্তরে ২ টি ম্যাচ খেলেছেন। ৩৪ গড়ে নিয়েছেন ২ উইকেট।

মুম্বাই ইন্ডিয়ান্স টিম আইপিএল ইতিহাসের সবচেয়ে সফল দল। দলটি শিরোপা জিতেছে ৫ বার। কিন্তু টানা দ্বিতীয় মরশুমে তাদের খারাপ সময় অব্যাহত। আইপিএল ২০২১ এর দুই পর্ব মিলিয়ে দলটি ১৪ টি ম্যাচের মধ্যে মাত্র ৭ টি জিতেছিল। প্লে-অফেও উঠতে পারেনি দলটি। চলতি মরশুমেও তারা টানা ৫টি ম্যাচ হেরেছে। এরপর তাদের নকআউট রাউন্ডে ওঠার সম্ভাবনা নেই বললেই চলে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর