সদ্যজাত সন্তানকে হারিয়ে শোকে কাতর রোনাল্ডো, সোশ্যাল মিডিয়ায় সমবেদনা জানাচ্ছে ফুটবল বিশ্ব

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং তার সঙ্গীনী জর্জিনা রদ্রিগেজ নভেম্বর মাসে ঘোষণা করেছিলেন যে তারা যমজ সন্তানের পিতামাতা হতে চলেছেন। তাদের দুজনকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিল ফুটবলবিশ্ব। কিন্তু তাদের ভাগ্যে লেখা ছিল এক মর্মান্তিক পরিণতি। গতকালই দুই সন্তানের জন্ম দিয়েছিলেন জর্জিনা। তাদের মধ্যে একজন কন্যা সন্তান এবং অপরটি ছিল পুত্রসন্তান। কিন্তু জন্মানোর পরেই মারা গিয়েছে রোনাল্ডো পুত্রসন্তান।

রোনাল্ডো নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাদের ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ফলে শোকের ছায়া নেমেছে ফুটবল মহলে। সোমবার সোশ্যাল মিডিয়া পোস্টে ভারাক্রান্ত হৃদয়ে রোনাল্ডো সেই খবর জানানোর পর তার ক্লাব সতীর্থরা থেকে শুরু করে প্রাক্তন ক্লাব রিয়াল মাদ্রিদ, বর্তমান ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, ইতালিয়ান লিগ কর্তৃপক্ষ সকলেই তাকে সমবেদনা জানিয়েছেন।

সেই পোস্টে, ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড রোনাল্ডো বলেছেন, “এটি আমাদের গভীর দুঃখের সাথে আমাদের ঘোষণা করতে হবে যে আমাদের শিশু ছেলেটি মারা গেছে। এটি সবচেয়ে বড় বেদনা যা যেকোনো বাবা-মা অনুভব করতে পারেন৷ শুধুমাত্র আমাদের কন্যা সন্তানের জন্ম আমাদের এই মুহুর্তটিকে কিছু আশা এবং সুখের সাথে বেঁচে থাকার শক্তি দিচ্ছে।”

তিনি আরও যোগ করেছেন “আমরা ডাক্তার এবং নার্স সহ সমস্ত বিশেষজ্ঞ যত্ন এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই৷ আমরা সবাই এই ক্ষতিতে বিধ্বস্ত এবং আমরা এই কঠিন সময়ে গোপনীয়তার জন্য অনুরোধ করছি৷ আমাদের বাচ্চা ছেলে, তুমি আমাদের দেবদূত ছিলে। আমরা তোমাকে সবসময় ভালবাসব।” প্রসঙ্গত আজ রাতে তার দল ম্যানচেস্টার ইউনাইটেড মরশুমের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে ফর্মের তুঙ্গে থাকা লিভারপুলের বিরুদ্ধে। সেই ম্যাচে যে ফর্মে থাকা রোনাল্ডোকে পাবেন ম্যান ইউ, তা বলাই বাহুল্য।

সম্পর্কিত খবর

X