বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে একের পর এক সমস্যায় জর্জরিত হয়েছে বাংলাদেশ (Bangladesh)। একদিকে সেখানে রাজনৈতিক ক্ষেত্রে ঘটে গিয়েছে বিরাট পরিবর্তন। ইতিমধ্যেই শেখ হাসিনা সরকারের পতন ঘটার পাশাপাশি সেখানে দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। এদিকে, সম্প্রতি ভয়াবহ বন্যার সম্মুখীন হতে হয় এই পড়শি দেশকে। তবে, এবার চরম আর্থিক সঙ্কটের মুখে পড়তে পারে বাংলাদেশ (Bangladesh)। কারণ, সাম্প্রতিক সময়ে ওই দেশে আর্থিক সঙ্কটের বিষয়টি ক্রমশ স্পষ্ট হচ্ছে।
চরম সঙ্কটে বাংলাদেশ (Bangladesh):
এমনকি, সামগ্রিক পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে গিয়েছে যে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ঋণ পাওয়ার জন্য বিশ্বব্যাঙ্ক থেকে শুরু করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল তথা IMF এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (ADB) সহ একাধিক জায়গায় সাহায্য চাইছেন। ঠিক এই আবহেই এবার বিদ্যুৎ সরবরাহের বকেয়া বিল পাওয়ার জন্য বাংলাদেশে (Bangladesh) চাপ দিতে শুরু করেছে আদানি গ্রুপ। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আদানি গ্রুপের তরফে প্রায় ৫০০ মিলিয়ন ডলার শোধের দাবি জানানো হয়েছে।
উল্লেখ্য যে, আদানি গ্রুপের তরফে তার গোড্ডা প্ল্যান্ট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হয়। বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে এই চুক্তি সম্পন্ন হয়। যদিও, এখন এই চুক্তিকেই মোহাম্মদ ইউনূস অত্যন্ত ব্যয়বহুল চুক্তি হিসেবে বিবেচিত করেছেন। শুধু তাই নয়, তিনি এটাও জানিয়েছেন যে এই চুক্তির ক্ষেত্রে সঠিক স্বচ্ছতা বজায় রাখা হয়নি। আর এই ভাবেই তিনি পূর্বের সরকারের করা একাধিক পরিকাঠামো গত চুক্তির প্রত্যক্ষ সমালোচনা করেছেন। এদিকে, ফাইন্যান্সিয়াল টাইমসের এক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, মোহাম্মদ ইউনূস সরকার এই ৫০০ মিলিয়ন ডলার দিতে নারাজ। যার পরিপ্রেক্ষিতে রীতিমতো ক্ষুব্ধ হয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছে আদানি গ্রুপ।
আরও পড়ুন: চরাতেন গরু, মিলত ৮০ টাকার বেতন! এখন উপার্জন করছেন ৮ কোটি টাকা, চমকে দেবে রমেশের সফলতার কাহিনি
কি জানিয়েছে আদানি গ্রুপ: বিষয়টির পরিপ্রেক্ষিতে আদানি গ্রুপের তরফে জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের সাথে তারা প্রতিনিয়ত আলোচনা চালাচ্ছে। তাদের প্রতিটি পরিস্থিতি সম্পর্কে ইতিমধ্যেই অবহিত করা হয়েছে। পাশাপাশি, আদানি গ্রুপের তরফে এটাও জানানো হয়েছে যে, “আমরা বাংলাদেশে (Bangladesh) বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি। কিন্তু, বকেয়া পেমেন্টের কারণে এখন উদ্বেগ দেখা দিয়েছে। উভয় পক্ষের কিছু নিজস্ব দায়িত্ব রয়েছে। সেগুলি সঠিকভাবে পূরণ না হলে সমস্যা তৈরি হবে।”
আরও পড়ুন: টিম ইন্ডিয়াতে আর চান্স পাবেন না ভারতের এই ২ তারকা খেলোয়াড়! শীঘ্রই নিতে পারেন অবসর
ওই রিপোর্টে দাবি করা হয়েছে যে, ইতিমধ্যেই বাংলাদেশের (Bangladesh) বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ পৌঁছে গিয়েছে ৩.৭ বিলিয়ন ডলারে। এর মধ্যে শুধুমাত্র আদানি গ্রুপ পাবে ৪৯২ মিলিয়ন ডলার। এর পাশাপাশি প্রতিবেশী দেশটিকে অন্যান্য জিনিস সহ আদানি গ্রুপকে প্রায় ৮০০ মিলিয়ন ডলার প্রদান করতে হবে বলে জানা গিয়েছে।