মাথাভাঙ্গায় অদ্ভুত কাণ্ড! বিজেপির সঙ্গে যা করল তৃণমূল কর্মীরা, চারিদিকে হচ্ছে প্রশংসা

বাংলা হান্ট ডেস্কঃ মিটে গিয়েছে পঞ্চায়েত ভোট (Panchayat Vote)। বেরিয়ে গিয়েছে ভোটের ফলাফলও। বর্তমানে চলছে পঞ্চায়েত বোর্ড গঠন পক্রিয়া। গ্রাম বাংলার ভোট ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়েছে রাজ্যের একাধিক জায়গা। প্রাণ গিয়ে শাসক-বিরোধী উভয় দলের বহু মানুষের। বর্তমানে বোর্ড গঠন ঘিরেও উঠে আসছে বিক্ষিপ্ত অশান্তির চিত্র। মোটের ওপর এই হল পরিস্থিতি। তবে এরই মাঝে কোচবিহারের (Coochbehar) মাথাভাঙ্গা (Mathabhanga) থেকে উঠে এল একেবারেই ভিন্ন চিত্র।

মাথাভাঙ্গা ১ ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় সৌজন্যের রাজনীতি। তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) পক্ষ থেকে দলীয় কার্যালয়ের (Party Office) চাবি তুলে দেওয়া হলো বিজেপির (BJP) হাতে। চারিদিকে রাজনৈতিক দ্বন্দ্বের মাঝে এই ঘটনা সত্যিই নজিরবিহীন।

প্রসঙ্গত আগেও এই কার্যালয়টি ব্যবহার করেছে বিজেপি। তবে এরপর ছিনিয়ে নেয় তৃণমূল। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপির জয়লাভের পর ফের কার্যালয়টি দখল করে বিজেপি। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করে। এরপর এই কার্যালয়টি ফের চলে যায় তৃণমূলের দখলে।

আরও পড়ুন: কেন্দ্রের বরাদ্দ টাকা আর সরাসরি হাতে পাবেনা রাজ্য, থাকবে রিজার্ভ ব্যাঙ্কে! আসছে নয়া নিয়ম

তবে পঞ্চায়েত নির্বাচনে মাথাভাঙ্গা ১ ব্লকের ১০ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১ টি গ্রাম পঞ্চায়েত নয়ারহাট গ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি। এরপরই বিজেপি নেতৃত্ব স্থানীয় তৃণমূল নেতৃত্বের সাথে বিষয়টি নিয়ে আলোচনায় বসেন। রবিবার তৃণমূল নেতৃত্ব দলীয় কার্যালয়ের চাবি বিজেপি নেতৃত্বের হাতে তুলে দেন।

আরও পড়ুন: মোদীর ডাকে সাড়া! বাড়িতে তেরঙ্গা ওড়াচ্ছেন হিজবুল জঙ্গির ভাই, ঘটনা শুনলে গায়ে কাঁটা দেবে

bjp tmc

এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান বলেন নয়ারহাট গ্রাম পঞ্চায়েত জেতার পর স্থানীয় বিজেপি নেতৃত্ব আমাদের কাছে বসার জন্য জায়গা চেয়েছিল। আমাদের অনেক দলীয় কার্যালয় আছে তাই ওই পার্টি অফিসের চাবি বিজেপি নেতৃত্বের হাতে তুলে দিয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর