‘এটাই আমার শেষ সকাল’, ফেসবুকে এহেন পোস্ট করার পরদিনই কোভিড প্রাণ কাড়ল চিকিৎসকের

বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে মারণ ভাইরাস করোনা জাঁকিয়ে বসেছে (Corona Outbreak)। দিনে দিনে রেকর্ড হারে আক্রান্ত হচ্ছেন মানুষ। শেষ ২৪ ঘন্টায় এযাবৎ রেকর্ড সৃষ্টিকারী আক্রান্তের সংখ্যা ছুঁল প্রায় ৩ লক্ষ। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে মারণ ভাইরাসের কবলে পড়ে প্রাণও হারাচ্ছেন অনেকেই। করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে সংকটজনক পরিস্থিতি।

এহেন ভয়াল পরিস্থিতির মধ্যে শনিবার এক করোনা আক্রান্ত (Covid Positive) চিকিৎসক ফেসবুকে একটি পোস্ট লিখেছিলেন। সেখানে তিনি বার্তা দিয়েছিলেন, ‘সম্ভবত এটাই আমার শেষ সকাল’। এই বলতে না বলতে পরের দিনই কোভিড প্রাণ কাড়ল মুম্বাইয়ের ওই মেডিকেল অফিসার চিকিৎসক মনীষা যাদবের । একাধারে মুম্বাইয়ের (Mumbai) সেওরির টিবি হাসপাতালের মেডিকেল অফিসার এবং চিকিৎসক মনীষা বসুর নামডাক ছিল যথেষ্টই সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউয়ের গ্রাস থেকে তিনিও বেরোতে পারেন নি। আক্রান্ত হয়েছিলেন কোভিডে।

তবে মনীষা  বুঝতে পেরেছিলেন তাঁর হাতে আর বেশি সময় নেই। তাই ফেসবুকে তিনি পোস্ট করে লিখেছিলেন, ‘এটাই হয়ত একর শেষ সুপ্রভাত। এই প্ল্যাটফর্মে আমাকে হয়ত আর দেখতে পাবেন।’ তারপরই মনীষা আরও লেখে, ‘দেহের মৃত্যু হয়, আত্মার নয়, আত্মা অমর’। তারপরই সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই চিকিৎসক মনীষা বসু (Manisha Yadav)।

https://www.facebook.com/manisha.jadhav.5817/posts/3925014197576842

উল্লেখ্য, বুধবার অর্থাৎ আজই করোনা ছোবলে প্রাণ হারালেন দেশ তথা বিশ্ববরেণ্য কবি শঙ্খ ঘোষ (Sankha Ghosh)। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা বাংলায়। কবিতা জগতের এক অর্ধায়ের সম্পত্তি ঘটিয়ে তাঁর চলে যাওয়ার খবরে চোখে জল বাংলার সাহিত্যের দুনিয়ায়।


সম্পর্কিত খবর