IPL-এর আগেই প্রবল সঙ্কটে Dream11! নেই ভাড়া দেওয়ার টাকাও, ক্রমশ বাড়ছে আইনি ঝামেলা

বাংলা হান্ট ডেস্ক: Dream11-এর মাধ্যমে বিভিন্ন খেলায় ইতিমধ্যেই কোটি টাকা পর্যন্ত জিতেছেন বহুজন। কিন্তু, এবার বড়সড় বিপদে পড়েছে এই প্ল্যাটফর্ম। মূলত, প্ল্যাটফর্মটি আইনি জটিলতায় আটকা পড়েছে। গত ৯ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (NCLT) ৭.৬ কোটি টাকা ভাড়া না দেওয়ার জন্য ফ্যান্টাসি স্পোর্টস Dream11-এর মূল কোম্পানি স্পোর্টা টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে দেউলিয়া হওয়ার আবেদন গ্রহণ করেছে। তবে, গত বুধবার NCLT স্পোর্টা টেকনোলজিস তথা অনলাইন গেমিং প্ল্যাটফর্ম Dream11 পরিচালনাকারী ওই সংস্থার বিরুদ্ধে দেউলিয়া সমাধান প্রক্রিয়া শুরু করার আদেশ স্থগিত করেছে বলেও জানা গিয়েছে।

এর পাশাপাশি আপিল ট্রাইব্যুনাল Dream 11-এর বোর্ড অফ ডাইরেক্টর ভেঙে দেওয়ার পর নিযুক্ত অন্তর্বর্তীকালীন রেজোলিউশন প্রফেশনালকে (IRP) পরবর্তী শুনানি পর্যন্ত কোনো ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দিয়েছে। এমতাবস্থায়, আগামী ২৩ ফেব্রুয়ারি শুনানির তারিখ ধার্য করা হয়েছে।

Dream11 in a big crisis before the IPL

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, Dream11 হল IPL T20 ক্রিকেট লিগের প্রধান স্পনসর। স্পোর্টা টেকনোলজিস ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের (NCLT) মুম্বাই বেঞ্চের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিল। এই আবেদনটি কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা এবং চিফ অপারেটিং অফিসার ভবিত শেঠ দায়ের করেন। ওই আবেদনের শুনানি করে আপিল ট্রাইব্যুনালের ৩ সদস্যের বেঞ্চ স্পোর্টা টেকনোলজিসের আইআরপি এবং রিওয়ার্ড বিজনেস সলিউশনের রেজোলিউশন পেশাদারকে নোটিশ জারি করে এবং এক সপ্তাহের মধ্যে তাঁদের জবাব দাখিল করার নির্দেশ দেয়।

আরও পড়ুন: টেস্ট অভিষেকে নজর কাড়ল সরফরাজের জার্সি নম্বর! “৯৭” সংখ্যায় লুকিয়ে বড় রহস্য, জানলে বাড়বে শ্রদ্ধা

বকেয়া পরিমাণ সম্পর্কিত বিষয়: এদিকে, এই সামগ্রিক প্রক্রিয়া চলাকালীন, স্পোর্টা টেকনোলজিসের আইনজীবী অরুণ কাঠপালিয়া গত ৯ ফেব্রুয়ারি NCLT দ্বারা পাস করা আদেশ স্থগিত করার অনুরোধ করেছিলেন। তিনি বলেছিলেন যে, IPL টুর্নামেন্ট ঘনিয়ে আসছে এবং এই আদেশ আগামী মরশুমের প্রস্তুতিকে প্রভাবিত করবে।

আরও পড়ুন: জমি দিলেন খোদ রাজা, আবুধাবির পর এবার এই মুসলিম দেশে তৈরি হবে হিন্দু মন্দির

উল্লেখ্য যে, ৭.৬১ কোটি টাকা বকেয়া দাবি করে অপারেশনাল ঋণদাতা রিওয়ার্ড সলিউশনের দায়ের করা পিটিশনের ভিত্তিতে NCLT Dream11-এর বিরুদ্ধে দেউলিয়া সমাধান প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছিল। এর পাশাপাশি মদন বজরং লাল বৈষ্ণবকে স্পোর্টা টেকনোলজিসের জন্য আইআরপি হিসাবে নিযুক্ত করা হয়েছিল। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল রিওয়ার্ড সলিউশন নিজেই দেউলিয়া সমাধান প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে এবং Dream11-এর বিরুদ্ধে পিটিশনটি তার রেজোলিউশন পেশাদার দ্বারা দায়ের করা হয়েছিল।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর