বেপরোয়া দখলদারি, চলা দায় শিয়ালদহে! এবার বড় অ্যাকশন নিল পূর্ব রেল, ঘুম ছুটবে অনেকের

বাংলা হান্ট ডেস্ক : দিনকয়েক আগেই ভয়াবহ আগুন লাগে শিয়ালদহ (Sealdah) দক্ষিণের নেতড়া রেলওয়ে স্টেশন লাগোয়া কারখানায়। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের খাবারের দোকানে। একটুর জন্য বেঁচে যায় শিয়ালদহ প্লাটফর্ম এবং প্লাটফর্ম সংলগ্ন এলাকা। ঘটনায় বেশ ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষদের। এমন পরিস্থিতিতে বেআইনি দখলদারদের হটাতে বড় অ্যাকশন নিচ্ছে পূর্ব রেল (Easter Railways)।

কিছুদিন আগেই এই বেআইনি দখলদারদের নিয়ে বিবৃতি জারি করেছিল পূর্বরেল। রেল সূত্রে জানানো হয়েছিল, শহরতলির বেশকিছু স্টেশনে দখলদারদের উৎপাত এমনই যে, প্যাসেঞ্জারদের দাঁড়ানোর জায়গাটুকুও নেই। বেআইনিভাবে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট। যে কারণে সমস্যায় ভুগছে আম জনতা। ট্রেন থেকে ওঠা নামা করতেও অসুবিধা হচ্ছে প্যাসেঞ্জারদের।

পূর্ব রেলের পর্যবেক্ষণ, অনেকে ক্ষেত্রেই দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন যাত্রীরা। এবং এই ধরনের ঘটনা কখনই মেনে নেওয়া যায় না বলে জানিয়েছে পূর্ব রেল। এমনকি অনেকে তো জোরজবরদস্তি করে দোকানপাট খুলেছেন স্টেশন চত্বরে। রেল আধিকারিকদের মতে, এই দখলদারের দোকানের জিনিসের দামও থাকে অত্যাধিক সেই সাথে গুণগত মানও ভালো থাকেনা।

আরও পড়ুন : শিয়ালদহ ডিভিশনে মহিলা যাত্রীদের নিয়ে ছুটবে AC ট্রেন, নূন্যতম ভাড়া ২৫ টাকা? প্রকাশ্যে বড় আপডেট

fijz2zxwqaausnc.jpg large

যে কারণে এইসব দোকান থেকে জিনিসপত্র কিনতেও মানা করেছে রেল কর্তৃপক্ষ। আপাতত যাত্রীদের সতর্ক করতে এইসব প্রচার চালাচ্ছে রেল কর্তৃপক্ষ। এরপর এই বিষয়ে কড়া পদক্ষেপ নেবে পূর্ব রেল। সেরকম হলে বেআইনি দখলদারদের উচ্ছেদও করে দেওয়া হবে বলে খবর। যাত্রী সুবিধার্থে সর্বোচ্চ যা করতে হবে সেটাই করতে রাজি রেল কর্তৃপক্ষ।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর