ঋতুপর্ণা অতীত, রেশন দুর্নীতিতে ED স্ক্যানারে আরও ৫০ হেভিওয়েটের নাম! তোলপাড় রাজ্য

বাংলা হান্ট ডেস্কঃ ফের শিরোনামে রেশন দুর্নীতি। ইতিমধ্যেই এই মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, নাম জড়িয়েছে একাধিক হেভিওয়েটের। কয়েকদিন আগেই রেশন দুর্নীতিতে টলিউড নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছিল ইডি (Enforcement Directorate)। এবার কেন্দ্রীয় এজেন্সি সূত্রে সামনে এল আরও বিস্ফোরক খবর।

ED সূত্রে জানা যাচ্ছে, ঋতুপর্ণার (Rituparna Sengupta) পাশাপাশি রেশন দুর্নীতিতে আরও ৫০ জনের নাম উঠে এসেছে। এই ৫০ জন খ্যাতনামা ব্যক্তিদের অ্যাকাউন্টেও দুর্নীতির (Ration Scam) টাকা ঢূকেছে বলে খবর। পোক্ত প্রমাণ হাতে পেলেই এক এক করে তাঁদের তলব করা হবে বলে জানা যাচ্ছে। স্বাভাবিকভাবেই এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর চর্চা। এই ৫০ জন কারা হতে পারে তা নিয়েও জল্পনা কল্পনা সৃষ্টি হচ্ছে।

ED সূত্রে খবর, এই দুর্নীতির টাকা কোথায় কোথায় গিয়েছে তা অনুসন্ধান করতে বসেছিলেন তদন্তকারী আধিকারিকরা। আদালতের নির্দেশ মতোই এই কাজ করছিলেন তাঁরা। সেই সময়ই অন্যতম অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) সহ অন্যান্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি ঘেঁটে এই তথ্য উঠে আসে বলে খবর।

আরও পড়ুনঃ ‘৩ মাসের মধ্যে…’! নিয়োগ মামলায় নয়া মোড়, কমিশনকে কড়া নির্দেশ হাই কোর্টের

জানা যাচ্ছে, কমপক্ষে ৫০ জনের অ্যাকাউন্টে এই রেশন দুর্নীতির টাকা গিয়েছে। তাঁদের মধ্যে অন্যতম হলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী ঋতুপর্ণা। ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। নির্দিষ্ট প্রমাণ পেলে এক এক করে বাকিদেরও ডাকা হবে বলে ED সূত্রে জানা যাচ্ছে।

Enforcement Directorate ED

উল্লেখ্য, লোকসভা নির্বাচন মিটতেই গত ৫ জুন ঋতুপর্ণাকে তলব করেছিল ED। তবে অভিনেত্রী সেই সময় দেশে ছিলেন না। তিনি জানান, রেশন দুর্নীতি সম্বন্ধে তিনি কিছু জানেন না। এরপর ফের গত ১৯ জুন তাঁকে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি। সেদিন আবার টলি সুন্দরীর সিনেমা রিলিজের কথা রয়েছে। এর আগে ED-র ডাক এড়িয়ে গেলেও এবার তিনি সাড়া দেন কিনা সেদিকেই নজর সকলের।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর