বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলের পর বুধের সকালে ফের সক্রিয় ইডি (Enforcement Directorate’s)। হাজার কোটি টাকা সাইবার প্রতারণার তদন্তে সকাল থেকে কলকাতা শহরে এনফোর্সমেন্ট ডিরেক্টরের ম্যারাথন তল্লাশি। সূত্রের খবর, ভুয়ো কল সেন্টার প্রতারণা মামলায় (Call Center Fraud Case) এদিন সাতসকালে কলকাতার বেনিয়াপুকুরের তাঁতিবাগান লেনের একটি বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। সঙ্গে মজুত প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী।
গত বছর শেষের দিকে কল সেন্টার প্রতারণা চক্রের কিংপিন কুণাল গুপ্তাকে (Kunal Gupta) গ্রেফতার করে গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তারপর থেকেই দুর্নীতির পর্দাফাঁস করতে চলছে টানা তল্লাশি। সূত্রের খবর, সেই কুণাল গুপ্তার ঘনিষ্ঠদের ঠিকানাতেই এবার তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা।
জানা যাচ্ছে, বেনিয়াপুকুরে কুণাল গুপ্তার পরিচিত শোয়েব আলমের বাড়িতে হানা দিয়েছে ইডি। দুর্নীতিতে এই শোয়েব আলমেরও যোগ রয়েছে বলে ধারণা গোয়েন্দারা। ইডি সূত্রে খবর, ধৃত কুণাল গুপ্তাকে জেরা করে তার একাধিক সহযোগীর সন্ধান মিলেছে। সেখানে থেকেই শোয়েব আলমের নাম উঠে এসেছে। এরপর বুধবার সকালে শোয়েবের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। শেষ পাওয়া খবর অনুযায়ী বাড়িতেই রয়েছেন শোয়েব আলম। তাকে জিজ্ঞাসাবাদ করছে ইডি।
প্রসঙ্গত, প্রায় এক হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছেন কুণাল। এর আগে এই একই মামলায় তাকে গ্রেফতার করেছে CDI ও রাজ্য পুলিশ। আগস্ট মাসের শেষে এই কুণালের অফিস ও তার সংস্থার প্রাক্তন কর্মীদের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। যেখান থেকে বেশ কিছু তথ্য উঠে আসে। কুণালের বিশাল পরিমাণ সম্পত্তির হদিস পায় তদন্তকারীরা। জানা যায় দুবাই সহ নানান দেশে তার একাধিক বাড়ি সম্পত্তি রয়েছে।
তদন্তকারীদের ধারণা, কুণালের মাথায় আরও বড় কোনও প্রভাবশালীর হাত রয়েছে, নয়তো এত বড় ফাঁদ পাতা সম্ভব ছিল না। মরিয়া হয়ে সেই প্রভাবশালীর খোঁজ চালাচ্ছে তদন্তকারীরা। আন্তর্জাতিক কল সেন্টার প্রতারণা চক্রের মাস্টারমাইন্ড এই কুণাল।
আরও পড়ুন: ‘যতবার ডাকবে যাব’, ED-র ডাকে সাড়া, দিল্লিতে এজেন্সির সদর দফতরে তৃণমূলের দেব
ইডি সূত্রে খবর, মূলত বিদেশি নাগরিকদের টেক সাপোর্ট দেওয়ার নাম করে তাদের কুণালের সংস্থার কর্মীরা ফোন করতেন। তারপর কথায় কথায় ব্যাঙ্ক ডিটেইল নিয়ে নিলেই হয়ে যেত কাজ। মুহূর্তে অ্যাকাউন্ট থেকে টাকা সাফ দিত তার সংস্থার কর্মীরা। এরপর তা ভারতীয় মুদ্রায় রূপান্তর করা হত। ব্রিটেনেও কুণালের নামে প্রতারণা মামলা দায়ের রয়েছে বলে আদালতে জানায় ইডি। দুর্নীতির কালো টাকার একটা বড় অংশ বিদেশে পাচার করা হয়েছে বলে ধারণা ইডি অফিসারদের।