বাংলা হান্ট ডেস্ক: জীবনে সফল হতে কে না চায় বলুন তো? বলা যায় আজ জীবনে এত সংগ্রাম, সংঘর্ষ শুধুমাত্র এই সাফল্যের জন্য। কিন্তু এই সফলতা হাটে বাজারে বিক্রি হয় না। তার জন্য করতে হয় অগাধ পরিশ্রম। তবে অনেক সময় দেখা যায় কঠোর পরিশ্রম করেও সফলতা হাতে আসছে না। আসলে সফল হওয়ার জন্য শুধু কঠোর পরিশ্রম করলে হয় না। এগুলি ছাড়াও প্রয়োজন বিশেষ কিছু কাজের। আর এই বিষয়ে জীবনে মোড় ঘোরানোর মতো পরামর্শ দিয়েছেন চাণক্য। চাণক্য নীতি (Chankya Niti) মানলে আপনার হাতের মুঠোয় থাকবে সাফল্য।
জীবনে সফলতা অর্জনের জন্য চাণক্য নীতি (Chankya Niti):
অর্থনীতি, রাজনীতি এবং কূটনীতির দাতা বলা হয় চাণক্যকে। জীবনের সব ক্ষেত্রেই চাণক্য নীতি (Chankya Niti) আজও বহু মূল্যবান। চাণক্যর পরামর্শ যারাই মেনেছেন তারাই জীবনে সঠিক পথে এগিয়ে গেছেন। এমনকি সফলতা অর্জনের জন্যও তিনি বিশেষ ছয়টি নীতির কথা বলেছেন। এই ছটি নীতি মেনে চললেই সাফল্য আপনার নিশ্চিত। আপনিও কি সফলতা অর্জনের দিশারী? তাহলে আপনার জন্য আজকের প্রতিবেদনটি।
সফলতা অর্জনের জন্য কি কি নীতি প্রযোজ্য:
১) দায়িত্ব পালন:
চাণক্যের মতে, জীবনে সফল হতে হলে সমাজের প্রতি আগে দায়িত্বশীল হতে হয়। একজন সন্তান হিসেবে বাবা মায়ের সেবা করা, একজন বন্ধু হিসেবে নিঃস্বার্থভাবে তার পাশে থাকা, একজন আদর্শ স্বামী স্ত্রী হিসেবে একে অপরকে ভরসা দেওয়া। অর্থাৎ চাণক্য নীতি (Chankya Niti) অনুযায়ী, প্রতিটি মানুষের প্রতি দায়িত্বশীল হলেই জীবনে সুখ পাওয়া যায়।
২) সিংহের ন্যায় আচরণ:
একজন প্রকৃত যোদ্ধাকে লক্ষ্য পূরণের জন্য সিংহের ন্যায় আচরণ করতে হবে। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন সিংহ যেমন তার শিকারের উপর তীক্ষ্ণ মনোযোগ দিয়ে থাকে, তেমনি আপনাকেও নিজের লক্ষ্যের প্রতি দৃঢ় মনোযোগ দিতে হবে। তাহলেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন।
৩) সহজ সরল:
চাণক্য নীতি (Chankya Niti) অনুযায়ী জীবনের সহজ সরল হলে চলবে না। কারণ শত্রু তাদেরকেই আঘাত করে যাদের দুর্বল মনে করে। বিশেষ করে চতুর ব্যক্তিরা সহজ সরল মানুষদের ব্যবহার করার সুযোগ বেশি খোঁজে। তাদের হাত থেকে বাঁচতে জীবনে চতুর হওয়া প্রয়োজন।
আরও পড়ুন: সর্বক্ষণ ক্লান্তি, ঘুম ঘুম ভাব! এটা কি কোন ভয়ংকর রোগের লক্ষণ? কি বলছেন চিকিৎসকরা?
৪) খারাপ থেকে উপলব্ধি:
জীবনে খারাপ সময়ে ভেঙ্গে পড়লে চলবে না। বরং কি খারাপ সময় থেকেই ভালো কিছু শিখতে হবে। অর্থাৎ বিষের মধ্যে থেকে যেমন অমৃত বের করা সম্ভব। তেমনি এক্ষেত্রেও এই কথাটাই প্রযোজ্য। যতই ব্যর্থতা আসুক, যতই খারাপ সময় আসুক কাটিয়ে সেখান থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলতে হবে। মনে রাখবেন, আম্বানি, আদানি তারা এমনি এমনি ভারতের শ্রেষ্ঠ শিল্পপতি নয়। তাদের ওই উত্থানের পিছনে রয়েছে বহু ব্যর্থতার কাহিনী।
৫) বোঝার ব্যক্তি:
জীবনে অবুঝ হলে চলবে না। বিশেষ করে নিজের ভালো নিজের খারাপ সেই বিষয়ে অন্তত জ্ঞান থাকা উচিত। তাহলে জীবনে চলা অনেকটা সহজ হয়ে যাবে।
৬) অর্থ সঞ্চয়:
জীবনে সফলতা অর্জনের সব থেকে গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে অর্থ সঞ্চয় করা। আপনি যদি ১০০ টাকা উপার্জন করেন সেক্ষেত্রে ১০ টাকা হলেও জমান। বিপদে আপদে এই সঞ্চয়ই আপনাকে রক্ষা করবে। তবে হ্যাঁ আরো একটা কথা সফলতা অর্জনের জন্য কখনোই নিজের আত্মসম্মানকে বিক্রি করবেন না। আত্মসম্মান হচ্ছে আপনার জীবনের মূল সম্পদ।