শক্তি বাড়াচ্ছে অশনি, পশ্চিমবঙ্গের এই ৫ টি জেলায় প্রভাব ফেলবে ঘূর্ণিঝড়

বাংলাহান্ট ডেস্ক : দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। যত সময় পেরোচ্ছে ক্রমশই শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে সেটি। আজই সেটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কথা। ঘূর্ণিঝড় অশনিকে নিয়ে আপাতত অশনি সংকেতই দিচ্ছেন আবহবিদরা৷ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর কোন পথে এগোবে অশনি? আপাতত ভূখন্ড থেকে কত দূরেই বা তার অবস্থা? কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর?

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অশনি। বঙ্গোপসাগরের বুক থেকে জলীয়বাষ্প সংগ্রহ করেই শক্তি সঞ্চয় করে দানবীয় রূপ নিচ্ছে সেটি। বর্তমানে বঙ্গোপসাগরের উপর ৯.৪° উত্তর এবং ৯১.৩° পূর্বে অবস্থান করছে ঘূর্নাবর্তটি। নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ১৭০ কিলোমিটার দূরে, বিশাখাপত্তনম থেকে ১২৭০ কিলোমিটার দূরে এবং পুরী থেকে ১৩০০ কিলোমিটার দূরে রয়েছে সেটি। আপাতত ঘূর্ণাবর্তটির অভিমুখ রয়েছে ওড়িশা এবং অন্ধ্র উপকূলের দিকেই৷ বাংলায় ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা না থাকলেও ঘূর্ণিঝড়ের প্রভাব আছড়ে পড়তে চলেছে এ রাজ্যেও। ঘূর্ণিঝড়টি যত এগোতে থাকবে তার প্রভাবে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে ততই বাড়বে ঝড় বৃষ্টি। আগামী ১০ মে উপকূলের দিকে এগোতে শুরু করার কথা অশনির। তারপরই বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা।

 

ওই ঘূর্ণাবর্তের প্রভাবে আজ থেকেই বদলাচ্ছে পশ্চিমবঙ্গের একাধিক জেলার আবহাওয়া। পশ্চিমের জেলাগুলিতে আজ থেকেই শুরু হবে ঝড় বৃষ্টি। ১০ মে থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিনের জেলাগুলিতে। ১০ থেকে ১৩ মে এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বুধবার থেকে শুক্রবার অবধি উপকূলীয় জেলাগুলিতে কড়া সতর্কতা জারি ছিল। ১০ মে থেকে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎসজীবিদের। যাঁরা এখনও সমুদ্রে রয়েছেন তাঁদের যত দ্রুত সম্ভব উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

ashani

সরাসরি ল্যান্ডফল না হলেও সোমবার দুপুরের পর থেকেই বাংলার একাধিক জেলায় আছড়ে পড়তে চলেছে অশনির পরোক্ষ প্রভাব। দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় কাল থেকেই শুরু হবে ভারী বৃষ্টি। পূর্ব মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা এবং ওড়িশা সংলগ্ন এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া।

একই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। রবিবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন কলকাতার আকাশ। প্রচুর পরিমাণে আপেক্ষিক আর্দ্রতার জন্য প্যাচপ্যাচে গরম অনুভূত হচ্ছে শহর জুড়ে। আজ সেভাবে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কলকাতা ও সংলগ্ন জেলাগুলির কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে মেঘাচ্ছন্নই থাকবে বাকি এলাকাগুলির আকাশ। আগামীকাল থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনাতেও।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর