একই পরিবারের চার জনকে ধারাল অস্ত্র দিয়ে খুন, তদন্তে নেমেছে পুলিশ

বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে বাড়তে থাকা আতঙ্কের মধ্যেই প্রয়াগরাজ (Prayagraj) থেকে উঠে এল নৃশংস্য হত্যা কান্ড। যার জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়েই। ধীরে ধীরে কেমন যেন হিংস্রতায় ভরে যাচ্ছে আমাদের বসুন্ধরা। সীমান্ত এলাকায় প্রতিবেশি দেশের সঙ্গে সীমা বিবাদ, তার উপর মারণ রোগ- সব কিছুকে সঙ্গী করে নাগরিকরা বর্তমানে সংকিত হয়ে রয়েছে।

ঘটনার বিবরণ
প্রয়াগরাজের নবাবগঞ্জ থানা সংলগ্ন লালা তালব দেবপুর এলাকায় একই পরিবারের চার জনের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। একই পরিবারের পিতা, এক পুত্র এবং দুই কন্যার নৃশংস্য হত্যার জেরে তদন্তে নেমেছে পুলিশ। পরিবারের সকলে মারা গেলেও মায়ের অবস্থা আশঙ্কা জনক। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

police 19

বিমলেশ পান্ডে ৪০ বছর, ছেলে যুবরাজ পান্ডে ১৮ বছর, ছোট মেয়ে সৃষ্টি পাণ্ডে ১৯ বছর এবং বড় মেয়ে শ্রেয়া পান্ডে ২২ বছর নিহত হয়েছেন। মা রচনা পান্ডে আহত অবস্থায় হাসপাতালে রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, পিতা বিমলেশ পান্ডে ভেষজ ওষুধ বিক্রি করতেন এবং তা দিয়েই তাঁদের সংসার চলত। এলাকায় কারো সাথে তাঁদের কোনরকম শত্রুতার খোঁজ মেলেনি।

তদন্তে নেমেছে পুলিশ
শুক্রবার সকালের এই ঘটনার জেরে পুলিশ উপস্থিত হয় ঘটনাস্থলে। পুলিশ সূত্রে জানা যায়, তাঁদের কোন ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে। প্রাথমিক তদন্তে মেয়েদের জামা কাপড় ছিন্ন ভিন্ন থাকায় ধর্ষণের সন্দেহ করা হচ্ছে। তাঁদের ঘর থেকে একটি ধারালো অস্ত্রও পাওয়া গেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।


Smita Hari

সম্পর্কিত খবর