বাংলা হান্ট ডেস্কঃ ভারত বনাম অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে ইতিমধ্যেই সিরিজ হাতছাড়া করে ফেলেছে বিরাট কোহলি টিম ইন্ডিয়া। তারপর থেকেই বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন অনেকে। প্রাক্তন ভারত ওপেনার গৌতম গম্ভীর দাবি করেছেন এই ভারতীয় দলে সঠিক ভারসাম্য নেই। এছাড়াও দলে ষষ্ঠ বোলার এবং অলরাউন্ডারের অভাব রয়েছে যার জন্য প্রথম একদিনের ম্যাচ হারতে হয়েছে ভারতকে। এছাড়াও দ্বিতীয় একদিনের ম্যাচে হার প্রসঙ্গে সরাসরি কোহলির অধিনায়কত্ব নিয়ে কটাক্ষ করেছেন গৌতম গম্ভীর।
কোন প্রকার রাখঢাক না রেখেই সরাসরি বিরাট কোহলির অধিনায়কত্বকে আক্রমণ করলেন গৌতম গম্ভীর। গম্ভীর দাবি করেছেন, “এই অস্ট্রেলিয়া টিমের ব্যাটিং লাইনআপ যা শক্তিশালী তাতে শুরুতেই যদি না উইকেট তুলে নেওয়া যায় তাহলে এদের থামানো খুবই মুশকিল হয়ে পড়বে। আর এটা জানার সত্ত্বেও কেন দলের এক নম্বর বোলার জাসপ্রিত বুমরাহকে দিয়ে মাত্র দুই ওভারের স্পেল করানো হল? কেন বুমরাহকে আরও বেশি ওভার বল করিয়ে উইকেট তুলে নেওয়ার চেষ্টা করা হল না? সত্যিই আমি কোহলির অধিনায়কত্ব বুঝতে পারছিনা।”
এছাড়াও গম্ভীর বলেন এমন অধিনায়কত্ব আমি কোনদিন দেখিনি। এটা টিটোয়েন্টি নয় যে এভাবে অধিনায়কত্ব করবে। কিভাবে বিরাট কোহলি এত খারাপ অধিনায়কত্ব করলো! আমি সত্যিই বুঝতে পারছি না। উল্লেখ্য, বুধবার ক্যানবেরায় সিরিজের শেষ একদিনের ম্যাচ জিতে এখন হোয়াইটওয়াশ বাঁচানোই লক্ষ্য বিরাট কোহলিদের।